Adhir Chowdhury : "পশ্চিমবঙ্গ এখনও কমায়নি কেন ?", পেট্রোপণ্যে ভ্যাট নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের
Adhir Chowdhury writes letter to Mamata Banerjee : কেন্দ্র সরকার উৎপাদন শুল্ক কমানোর পর কয়েকটি রাজ্য ভ্যাট কমানোয় সেই রাজ্যগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম আরও কমেছে
![Adhir Chowdhury : Adhir Chowdhury writes letter to Mamata Banerjee asking for reduction of vat on fuel price Adhir Chowdhury :](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/27/daccfdf071fa9e5418a50552e3aa7432_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : আজও কলকাতায় পেট্রোল লিটারপ্রতি ১০৪.৬৭ টাকা এবং ডিজেল লিটারপ্রতি ৮৯.৭৯ টাকা। এই পরিস্থিতিতে পেট্রোপণ্যে ভ্যাট কমানোর দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন অধীর চৌধুরী।
চিঠিতে তিনি লিখেছেন, "কংগ্রেস শাসিত রাজ্যগুলি ভ্যাট কমিয়েছে, পশ্চিমবঙ্গ এখনও কমায়নি কেন ? দৃঢ় পদক্ষেপের অনুরোধ জানাচ্ছি, যাতে রাজ্যে পেট্রোপণ্যের দাম কমে। আপনি বিভিন্ন জায়গায় এই ইস্যুতে সরব, কিন্তু কোনও পদক্ষেপই করেননি।"
কেন্দ্র সরকার উৎপাদন শুল্ক কমানোর পর কয়েকটি রাজ্য ভ্যাট কমানোয় সেই রাজ্যগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম আরও কমেছে। পেট্রোল-ডিজেলে ভ্যাট কমিয়েছে উত্তরপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, অসম, ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড, সিকিম। তবে পশ্চিমবঙ্গে এখনও শুল্ক কমানো হয়নি। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। তারা রাজ্য সরকার থেকে শুল্ক ছাঁটাই করছে না, সেই প্রশ্ন তুলেছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে , ‘সরকার সমস্ত দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। একমাত্র পাঞ্জাব কমিয়েছে। রাজ্যের সঙ্গে আলোচনা না করে কেন্দ্র সেস কমিয়েছে। পেট্রোপণ্যে যা দাম বেড়েছে মোদি জমানায় আন্তর্জাতিক বাজারে এত দাম বাড়েনি। এত দাম বাড়িয়েছে কেন? দাম প্রচুর বাড়িয়ে অল্প কমিয়েছে।’
এদিকে ভ্যাট কমানোর দাবিতে গতকালই বিজেপির (BJP) মিছিল ঘিরে ধুন্ধুমার বাধে বর্ধমানের বীরহাটায়। মিছিলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "অন্যান্য রাজ্যে পশ্চিমবঙ্গের থেকে অন্তত ১০-১৫ টাকা কম দামে পেট্রোল-ডিজেল পাওয়া যাচ্ছে। কিন্তু দিদিমণি (Mamata Banerjee) ভ্যাট কমাচ্ছেন না। কথায় কথায় উনি বলেন, এগিয়ে বাংলা। এখন বুঝলাম পেট্রোল-ডিজেলের দামেতে এগিয়ে বাংলা। দিদিমণি (Mamata Banerjee) কেন্দ্রের টাকায় কামিয়ে নেন। এরকম কাটমানির সরকার আমরা কোথাও দেখিনি। করোনাকালে বিনামূল্যে রেশন দিয়েছে কেন্দ্র। পেট্রোপণ্যে শুল্ক কমিয়েছে কেন্দ্র, মুখ্যমন্ত্রী কবে ভ্যাট কমাবেন? বিজেপিকে ভয় পায় তৃণমূল (TMC) সরকার। ২৩ রাজ্য পেট্রোপণ্যে ভ্যাট কমিয়েছে, বাংলা কবে কমাবে?"
তিনি আরও বলেন, "কংগ্রেস সরকার তেলে বন্ড চালু করে গেছে। সেই কারণে ঋণের বোঝা বেড়েছে, শোধ করছেন মোদি (Narendra Modi)। রাজ্য সরকার দ্বিগুণ কর নিচ্ছে তেলের উপর। এখন ত্রিপুরা ও গোয়ায় নতুন দোকান খুলেছে তৃণমূল (TMC)। অভিষেকের (Abhishek Banerjee) সভায় ভিড় দেখানোর জন্য বাসে করে লোক নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। তেলের উপর কর নিয়ে ত্রিপুরা, গোয়ায় দল চালাচ্ছে তৃণমূল। ত্রিপুরায় কেউ জানে না তৃণমূল কী।"
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)