Afghanistan MP : "সব শেষ হয়ে গেল', ভারতে অবতরণের পর কান্নায় ভেঙে পড়লেন আফগানিস্তানের শিখ সাংসদ
ভারতে পৌঁছেছেন আফগানিস্তানের শিখ সাংসদ নরিন্দর সিং খালসা ও আফগান পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আনারকলি হোনারিয়ার। এয়ার লিফটের জন্য মোদি সরকারকে ধন্যবাদ জানান তাঁরা।
নয়া দিল্লি : "কাঁদতে ইচ্ছা করছে। গত ২০ বছর ধরে যা গড়ে তোলা হয়েছিল, তা শেষ হয়ে গেল।" নিজের দেশ ছাড়তে হওয়ায় কী মনে হচ্ছে, সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করলেন আফগানিস্তানের শিখ সাংসদ নরিন্দর সিং খালসা । রবিবার গাজিয়াবাদের হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে অন্যদের সঙ্গে ভারতে আসেন তিনি। ভারতে নামার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ঘন ঘন কেঁদে ফেলছিলেন তিনি। বার বার বলছিলেন, "সব কিছু শেষ হয়ে গেল।"
আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে আরও ১৯৪ জন ভারতীয়কে। এদের মধ্যে ৮৭ জন প্রথমে কাবুল থেকে তাজিকিস্তানের দোসানবে হয়ে দেশে ফেরেন। বিমানে তাঁদের মুখে শোনা যায়, ভারত মাতা কি জয় ধ্বনি। একই বিমানে দিল্লি পৌঁছন নেপালের দুই নাগরিকও। পরে কাবুল থেকে আরও ১৬৮ জনকে নিয়ে দেশে ফেরে বায়ুসেনার বিশেষ বিমান। এদের মধ্যে ১০৭ জন ভারতীয়। বাকিরা বিভিন্ন দেশের নাগরিক। এই বিমানেই ভারতে পৌঁছেছেন আফগানিস্তানের শিখ সাংসদ নরিন্দর সিং খালসা ও আফগান পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আনারকলি হোনারিয়ার। এয়ার লিফটের জন্য মোদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
ভারতে নামার পর আফগান সাংসদ বলেন, এখনও কমপক্ষে ২০০ হিন্দু শিখ যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে ঘুরে বেড়াচ্ছেন। ওখানকার পরিস্থিতি খুবই উদ্বেগজনক। তবে, এখনও পর্যন্ত ধর্মীয় স্থানগুলি নিরাপদে রয়েছে। তালিবানরা সাংসদ, সেনেটর এবং অন্যদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। বন্দুক, গাড়ি সব নিয়ে নিচ্ছে।
এর আগে একটি ভিডিওয় ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি ধন্যবাদ জানান। আফগানিস্তান থেকে মানুষকে উদ্ধার করার জন্য।
এদিকে কাবুল থেকে উদ্ধার হওয়া এক আফগান মহিলাকে। তিনি বলেন, আফগানিস্তানে পরিস্থিতির অবনতি হচ্ছে। তাই মেয়ে ও তাঁর দুই সন্তানকে নিয়ে এখানে চলে এলাম। আমাদের ভারতীয় ভাই-বোনেরা আমাদের উদ্ধার করতে এসেছিলেন। তালিবানরা আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমাদের সাহায্য করার জন্য ভারতকে ধন্যবাদ।
তাঁরা ছাড়া উদ্ধার হওয়া আরও অনেকে ভারত সরকারকে ধন্যবাদ জানান। সময়ে তাঁদের উদ্ধারের জন্য। আফগানিস্তান থেকে ফিরে এসে তাঁদের চোখে-মুখে আনন্দের ছবি ধরা পড়ল।