Tahawwur Rana:'ভারতীয়রা এটাই ডিজার্ভ করে', ২৬/১১-পর ফোনে জানায় মুম্বই জঙ্গি হামলার ষড়যন্ত্রকারী তাহাউর রানা!
26/11 Mumbai Attack:হেডলি আমেরিকা থেকে একটি বিশেষ আদালতের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য থেকে জানা যায়, সেই সময় তাহাউরের সঙ্গে তার ২৩১ বা ফোনে কথা হয়েছে।

নয়া দিল্লি: 'ইন্ডিয়া'জ মোস্ট ওয়ান্টেড' ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী, তাহাউর হুসেন রানাকে দিল্লির মাটিতে নামার পরই গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ (NIA)। এরই মধ্যে বারবার ফিরছে ২০০৮ সালে মুম্বইতে ভয়াবহ হামলার স্মৃতি। ১৬৬ জনের মৃত্যুর সেই শোক আজও দগদগে ক্ষতের মতো ভারতের বুকে।
তবে তার সঙ্গে এই ঘটনায় চক্রান্তকারীদের মধ্যে উঠে এসেছে ডেভিড কোলম্যান হ্যাডলির নামও। তাহাউর রানার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছিলেন তাঁরই শৈশবের বন্ধু ডেভিড কোলম্যান হেডলি। তাতেই খুলে যায়, ২০০৮-এর মুম্বই জঙ্গি হামলার নেপথ্যে থাকা মূল চক্রীর মুখোশ।
হেডলি আমেরিকা থেকে একটি বিশেষ আদালতের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য থেকে জানা যায়, সেই সময় তাহাউরের সঙ্গে তার ২৩১ বা ফোনে কথা হয়েছে। হ্যাডলিও স্বীকার করে জঙ্গি ট্রেনিং ক্যাম্পে সে যেত। লস্কর থেকে নির্দেশ পেয়েই ভারতে নজরদারি করতে আসে হ্যাডলি। তারপরই মুম্বই হানা হয়। এরপর রানা হেডলিকে বলেছিলেন যে 'ভারতীয়রা এটাই ডিজার্ভ করে'।
শুধু তাই নয়, মার্কিন আদালতে দাঁড়িয়ে মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর হুসেন রানা বলেছিলেন, মুম্বইতে ভয়ঙ্কর নাশকতা চালানোর জন্য তাকে মেডেল দেওয়া উচিত। যে ন’জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা তাদের সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত পাকিস্তান সরকারের।
২৬/১১-র মূল ষড়যন্ত্রকারীদের অন্যতম ছিলেন ডেভিড হেডলি নিজেও। জানা যায়, তিনিই ভারতের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে নজরদারি করেছিলেন, পরিকল্পনা অনুযায়ী টার্গেট চিহ্নিত করেছিলেন। ভারতের বিশেষ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম ও ডিফেন্স আইনজীবী ওয়াহাব খানের প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি ফাঁস করে দেন তাহাওর রানার ভূমিকাটি কতটা গভীর ছিল। তাহাউর রানা ডেভিড হেডলি, আবদুর রহমান হাশিম সৈয়দ এবং ইলিয়াস কাশ্মীরির সঙ্গে ভারতের ভবিষ্যৎ হামলার পরিকল্পনাও ছকে ফেলেছিলেন।
প্রসঙ্গত, ভারতে প্রত্যর্পণের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সম্প্রতি আমেরিকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রানা। সেই আবেদন নাকচ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রেরসুপ্রিম কোর্ট। বছর চৌষট্টির রানা অসুস্থতার অজুহাত দিয়ে মার্কিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে ভারতে প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আর্জি জানিয়েছিলেন। মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের বেঞ্চে গত ৪ এপ্রিল রানার আবেদন বিবেচনার জন্য পাঠানো হয়েছিল।






















