এক্সপ্লোর
Advertisement
দিল্লিতে সুস্থ হয়ে যাওয়া রোগীদের মধ্যে ফের ছড়াচ্ছে করোনা, প্রমাণ নেই, দাবি আইসিএমআর-এর
যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের একবার সেরে ওঠার পরেও ফের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন।
নয়াদিল্লি: দিল্লিতে করোনা থেকে সেরে ওঠা রোগীদের মধ্যে আবার সংক্রমণ দেখা দিচ্ছে। বেশ কয়েকটি হাসপাতাল এ কথা জানিয়েছে। এ মাসের শুরুতে দিল্লি সরকার পরিচালিত রাজীব গাঁধী সুপার স্পেশালিটি হাসপাতালে এমন ২ জন রোগী ভর্তি হন, যাঁরা একবার সেরে উঠেছেন করোনা থেকে। তার দেড় মাসের মাথায় ফের তাঁদের অল্প সংক্রমণ দেখা দিয়েছে।
কয়েকটি রাজ্যের কোভিড-১৯ টাস্ক ফোর্সও দাবি করেছে, একবার সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে ফের ছড়াচ্ছে করোনা। মঙ্গলবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বলেন, তাঁর কাছে তথ্য আছে, করোনা থেকে সেরে ওঠা কয়েকজন রোগীর মধ্যে ফের শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে। যদিও আইসিএমআর-এর সারভেইল্যান্স ও ক্লিনিক্যাল গ্রুপ অস্বীকার করেছে এই দাবি। তাদের বক্তব্য, করোনা থেকে সেরে ওঠা রোগীরা ফের এই রোগে আক্রান্ত হয়েছেন, এমন কোনও প্রমাণ তাদের কাছে নেই।
দিল্লির দ্বারকার আকাশ হেলথকেয়ারের মেডিক্যাল অঙ্কোলজি বিভাগের চন্দ্রগৌড়া দোদাগোদার জানিয়েছেন স্টেজ ২ লিম্ফোমায় আক্রান্ত এক ৬৫ বছরের মহিলার কথা। মার্চে তিনি প্রথমবার তাঁদের হাসপাতালে আসেন, তাঁকে কেমোথেরাপি করতে বলা হয়। কিন্তু করোনা নিয়ে আতঙ্কের জেরে চিকিৎসা শুরু হতে আড়াই মাসের মত দেরি হয়, তিনি অল্টারনেটিভ মেডিসিন নেওয়া শুরু করেন। ওষুধ কাজ না করায় যন্ত্রণা শুরু হয়, তিনি ফের হাসপাতালে আসেন। ততদিনে তাঁর করোনা হয়ে গিয়েছে, লিম্ফোমাও স্টেজ ২ থেকে ছড়িয়ে পড়েছে স্টেজ ৪-এ। করোনার কারণে তাঁর তখন আর কেমোথেরাপি করা যায়নি। করোনা থেকে সেরে ওঠার পর শুরু হয় অল্প মাত্রার কেমোথেরাপি, সামান্য ভাল হয়ে উঠতে তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। কিন্তু মাসখানেক পর ফের দেখা দেয় করোনা, শরীর অত্যন্ত খারাপ হয়ে যায় তাঁর। গত মাসে তিনি মারা গিয়েছেন।
যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের একবার সেরে ওঠার পরেও ফের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement