এক্সপ্লোর
Advertisement
১৫ কোটি ভারতীয় ব্যবহার করেন, চিনের মুনাফা হয়, নিষিদ্ধ করুন টিকটক, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে হাতাহাতি, সংঘর্ষে এক কর্নেল সহ ২০ ভারতীয় সেনা জওয়ানের মৃত্য়ুর পরিপ্রেক্ষিতে ‘বয়কট চিন’ আওয়াজ উঠেছে। গতকালই রামদাস চিনা খাবারদাবার বয়কট, চিনা খাবার বিক্রি করা হোটেল, রেস্তোরাঁ বন্ধ করার দাবি করেন।
নয়াদিল্লি: চিনা খাবারের রেস্তোরাঁর পর এবার চিনকে অর্থনৈতিক ভাবে ধাক্কা দিতে টিকটক নিষিদ্ধ করার দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথওয়ালে। লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে হাতাহাতি, সংঘর্ষে এক কর্নেল সহ ২০ ভারতীয় সেনা জওয়ানের মৃত্য়ুর পরিপ্রেক্ষিতে ‘বয়কট চিন’ আওয়াজ উঠেছে। গতকালই রামদাস চিনা খাবারদাবার বয়কট, চিনা খাবার বিক্রি করা হোটেল, রেস্তোরাঁ বন্ধ করার দাবি করেন। আজ তিনি ট্যুইট করেন, ভারতে ১৫ কোটি মানুষ টিকটক ব্যবহার করেন বলে চিন কোটি কোটি টাকা মুনাফা করে। তাই চিনের অর্থনীতিকে আঘাত করতে টিকটক বন্ধ করুন। সব ভারতবাসীকে বিনীত ভাবে টিকটক বয়কটের আবেদন করছি। গতকাল চিনে তৈরি সব সামগ্রীও এদেশে নিষিদ্ধ করার দাবি করেন তিনি।
चिनी व्हीडियो ऍप टिकटॉक पर भारत मे पाबंदी लगाई जाये .भारत के 15 करोड लोग टिक टॉक इस्तमाल करते है जीस वजह से चीन को करोडो का मुनाफा होता है. चीन को आर्थिक स्तर पर घेरणे के लिये टिकटॉक बंद करे!सारे भारतीयोसे मेरा नम्र निवेदन है की टिकटॉक का बहिष्कार करे! pic.twitter.com/ZDNNBmwIeP
— Dr.Ramdas Athawale (@RamdasAthawale) June 19, 2020
সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্য়কায় সামরিক উত্তেজনা প্রশমনের প্রক্রিয়ার মধ্যেই চিনা বাহিনীর একতরফা স্থিতাবস্থা বদলের প্রয়াসের ফলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। ভারত বলেছে, চিনা বাহিনী দুদেশের উপরমহলে হওয়া সমঝোতা মেনে চলার চেষ্টা করলে পরিস্থিতি এমন খারাপ হোত না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement