এক্সপ্লোর
বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েন না টাকা পয়সা লেনদেন সংক্রান্ত সমস্যার জের? বাসন্তীতে প্রৌঢ়াকে কুপিয়ে ‘খুনে’ আটক প্রৌঢ় প্রেমিক
মৃতার নাম সুলতা পয়রা। স্থানীয় সূত্রে খবর, মৈপীঠ কোস্টাল থানা এলাকার বাসিন্দা সুলতার স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। বছরখানেক আগে বাসন্তীর বাসিন্দা সুদর্শন মণ্ডলের সঙ্গে সুলতার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। সুলতা মাঝেমধ্যে সুদর্শনের বাড়িতে গিয়ে থাকতেন বলে অভিযোগ।

ফাইল ছবি
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর রাধারানিপুর গ্রামে প্রৌঢ়াকে কুপিয়ে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জের বলে অভিযোগ স্থানীয়দের। যদিও মৃতের পরিবারের অনুমান, খুনের নেপথ্যে রয়েছে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত সমস্যা। ৫২ বছরের প্রৌঢ়া ও ৫৫ বছরের ওই প্রৌঢ়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। রবিবার প্রৌঢ়াকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে। মৃতার নাম সুলতা পয়রা। স্থানীয় সূত্রে খবর, মৈপীঠ কোস্টাল থানা এলাকার বাসিন্দা সুলতার স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। বছরখানেক আগে বাসন্তীর বাসিন্দা সুদর্শন মণ্ডলের সঙ্গে সুলতার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। সুলতা মাঝেমধ্যে সুদর্শনের বাড়িতে গিয়ে থাকতেন বলে অভিযোগ। রবিবার রাতে সুদর্শন সুলতাকে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হওয়ার পরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল, সুপারি কিলার দিয়ে খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান গ্রামবাসীদের কারও কারও। তাঁরা ‘সবাই আতঙ্কিত’ বলে জানা গিয়েছে। মৃতার পরিবার অবশ্য বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, আর্থিক টানাপোড়েন সংক্রান্ত সমস্যার জেরে এই খুন হয়ে থাকতে পারে। মৃতার মেয়ে মায়ের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। এই ঘটনায় মৃতার প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বাসন্তী থানার পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের





















