Air India Express : এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে উড়ানে বিভ্রাট, কলকাতামুখী বিমানের যান্ত্রিক ত্রুটি !
Air India Express Flight Fault: আমদাবাদের ভয়াবহ বিমান বিপর্যয়ের মাঝেই ফের কলকাতামুখী বিমানের যান্ত্রিক ত্রুটি !

নয়াদিল্লি: আমদাবাদে সদ্য ঘটে গিয়েছে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এদিকে তারপরেই বড় সিদ্ধান্ত নিয়েছে DGCA (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন). এয়ার ইন্ডিয়ার সকল বোয়িং ড্রিমলাইনার বিমানের একাধিক সেফটি চেকের মধ্য দিয়ে যেতে হবে। বাধ্যতামূলত এই পরীক্ষা আজ থেকেই শুরু হবার কথা। এদিকে এমন এক পরিস্থিতির মাঝেই এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে উড়ান বিভ্রাট প্রকাশ্যে !
গাজিয়াবাদের হিন্ডোন থেকে কলকাতামুখী বিমানের যান্ত্রিক ত্রুটি ধরে পড়ে। টেক অফের ঠিক আগেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে যান্ত্রিক ত্রুটি নজরে আসে। হিন্ডোন এয়ারপোর্টে বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বাতিল করা হয়েছে উড়ানটিকে। যাত্রীদের বিকল্প উড়ান বা ভাড়া ফেরতের ঘোষণা এয়ার ইন্ডিয়ার। উল্লেখ্য, আমদাবাদের বিমান বিপর্যয়ের পর ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (DGCA) এর নির্দেশ দেওয়া হয়েছে , ১৫ জুন রবিবার থেকে ভারতের মাটি ছেড়ে যাওয়ার আগে এয়ারইন্ডিয়াকে এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। জ্বালানি প্যারামিটার পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট সিস্টেম পরিদর্শন, কেবিন এয়ার কম্প্রেসার-সহ আনুসাঙ্গিক সিস্টেম চেক করা হবে। পাশাপাশি ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল সিস্টেমও চেক করা হবে। দেশ ছেড়ে যাওয়ার আগে, চেক করাতে হবে অয়েল সিস্টেম, হাইড্রলিক সিস্টেমও।
ভারতের ইতিহাসে অন্য়তম ভয়াবহ বিমান বিপর্যয়ের পর একটাই প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। ড্রিমলাইনারে স্বপ্নভঙ্গের কারণ কী? কার ভুলে প্রাণ গেল এতগুলো সাধারণ মানুষের? সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করেছেন ন্যাশনাল এয়ারোস্পেস ল্যাবরেটরির প্রাক্তন ডেপুটি ডিরেক্টর শালিগ্রাম মুরলীধর। তাঁর দাবি, আমদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে দূষিত জ্বালানি। অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান অরূপ রাহা বলছেন, মনে হচ্ছে, ইঞ্জিনগুলি ক্ষমতা হারিয়েছিল।
টেক অফের পর মাত্র কয়েকটা সেকেন্ড! কাটা ঘুড়ির মতো ঝুপ করে পড়ে গেল ২৪২ জন যাত্রী বোঝাই বিশাল বিমানটা!তারপর বিরাট বিস্ফোরণ। কুন্ডলী পাকিয়ে ওঠা আগুনের গোলা। কালো ধোঁয়া। চোখের পলকে সব শেষ। ভারতের ইতিহাসে অন্য়তম ভয়াবহ বিমান বিপর্যয়ের পর একটাই প্রশ্নটা এখনও সবার মনে ঘুরপাক খাচ্ছে। কেন? ড্রিমলাইনারে স্বপ্নভঙ্গের কারণ কী? কার ভুলে প্রাণ গেল এতগুলো সাধারণ মানুষের? এর মধ্য়েই আবার সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করেছেন ন্যাশনাল এয়ারোস্পেস ল্যাবরেটরির প্রাক্তন ডেপুটি ডিরেক্টর শালিগ্রাম মুরলীধর। তাঁর দাবি, আমদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে দূষিত জ্বালানি।






















