Air India Plane: এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক, মাঝ আকাশে বিপত্তি, জরুরি অবতরণ রিয়াধে
Hoax Bomb Threat: শুক্রবার এয়ার ইন্ডিয়ার AI114 বিমানটি বার্মিংহ্যাম থেকে দিল্লি আসছিল।

নয়াদিল্লি: ইংল্যান্ডের বার্মিংহ্যাম থেকে দিল্লি আসার পথে বোমাতঙ্ক। মুখ ঘুরিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান নামানো হয় সৌদি আরবের রিয়াধে। বিমানের সব যাত্রী নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। বিমানটি নামিয়ে তল্লাশিও চালানো হয়। কিন্তু কোনও বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি বলে খবর। বিমানে বোমা রাখা আছে বলে যে হুমকি এসেছিল, তা ভুয়ো বলেই মনে করা হচ্ছে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। (Air India Plane)
শনিবার এয়ার ইন্ডিয়ার AI114 বিমানটি বার্মিংহ্যাম থেকে দিল্লি আসছিল। বিমান যখন মাঝ আকাশে, সেই সময়ই বিমানে বোমা রয়েছে বলে হুমকি আসে। এর পর তড়িঘড়ি সৌদি আরবের রিয়াধে বিমানটিকে জরুরি পরিস্থিতিতে অবতরণ করানো হয়। সেখানে যাত্রীদের নামিয়ে, নিরাপত্তার সংস্থা দিয়ে চিরুণি তল্লাশি চালানো হয় বিমানে। কিন্তু তল্লাশিতে সন্দেহজনক কিছুই মেলেনি। ভুয়ো হুমকি দেওয়া হয়েছিল বলেই তাই সন্দেহ করা হচ্ছে। (Hoax Bomb Threat)
ঘটনাটি শনিবার ঘটলেও, রবিবার এয়ার ইন্ডিয়ার তরফে খবরে সিলমোহর দেওয়া হল। সংস্থার মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, 'নিরাপদেই অবতরণ করে বিমানটি। সব যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। তল্লাশি সম্পূর্ণ হয় সেখানে'। বিমানের যাত্রীদের রিয়াধে হোটেলে থাকার ব্য়বস্থাও করে দেওয়া হয় এয়ার ইন্ডিয়ার তরফে। অন্য বিমানে তাঁদের দিল্লি ফেরার ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, দিল্লি আসার পথে বিমানে বোমা রয়েছে বলে হুমকি আসে। জরুরি পরিস্থিতিতে বিমানটি অবতরণ করানোর ক্ষেত্রে রিয়াধই আদর্শ জায়গা ছিল। সেখানে জরুরি পরিস্থিতিতে বিমান অবতরণের যথেষ্ট ব্যবস্থাপনাও রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই বিমানের যাত্রীদের দিল্লি ফিরিয়ে আনার সম্ভব হবে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় উড়ান পরিষেবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ল।
গত ১২ জুন গুজরাতের আমদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বিমান। বিমানের ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনই মারা যান। লোকালয়ে বিমান ভেঙে পড়ায় প্রাণ হারান সাধারণ মানুষও। সরকারি ভাবে মৃতের সংখ্যা ২৭০ পেরিয়ে গিয়েছে বলে জানানো হলেও, এখনও পর্যন্ত সঠিক সংখ্যা মেলেনি। কারণ অনেকে এখনও নিখোঁজ, দেহ শনাক্ত করা যায়নি বলে খবর। ওই দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে নানা অভিযোগও সামনে আসছে। Air India ও Air India রোজ প্রায় ১১০০ বিমান ওড়ায়। দৈনিক ১.৫ লক্ষ যাত্রী ওঠে তাদের বিমানে।






















