Air India Flight: মেডিকেল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান, বহু MBBS পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা ! বলছে সূত্র
Air India Plane Crash on Medical College: গুজরাত পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, 'প্রাথমিকভাবে, আমরা জানতে পেরেছি যে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ডাক্তারদের হস্টেলে ভেঙে পড়ে।'

আমদাবাদ: গুজরাতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। টেক অফের পরেই আমদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। ২৪২ জন যাত্রী ও ক্রু-র মৃত্যুর আশঙ্কা। কার্যত ওড়ার পরেই বিস্ফোরণ-ক্র্যাশ। এরই মধ্যে সামনে এসেছে ভয়ঙ্কর তথ্য। জানা গিয়েছে, বিমানটি মেঘানী নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসে ভেঙে পড়ে। এর ফলে একাধিক ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা রয়েছে।
গুজরাত পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, 'প্রাথমিকভাবে, আমরা জানতে পেরেছি যে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ডাক্তারদের হস্টেলে ভেঙে পড়ে । ২-৩ মিনিটের মধ্যে পুলিশ এবং অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে। প্রায় ৭০-৮০% এলাকা পরিষ্কার করা হয়েছে। সমস্ত সংস্থা এখানে কাজ করছে।'
BREAKING NEWS
— Sange Suman (@IamSumanDe) June 12, 2025
নিশ্চিত খবর : গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দুর্ঘটনাগ্রস্থ প্লেনে ছিলেন। যাত্রী তালিকায় 12 নম্বর নামটি তাঁর। তার সঙ্গে আরও প্রায় ২৪১ জন সহযাত্রী ছিলেন। এই বিমানটিতে ৫২ জন ব্রিটিশ নাগরিকও ছিলেন বলে যাত্রী-তালিকা থেকে দেখা যাচ্ছে। বিমানটি টেক-অফের… pic.twitter.com/3AHJ3WYsoR
এদিকে স্থানীয় সূত্রের খবর, এই হস্টেলের মেসের উপর বিমানের কিছু অংশ ভেঙে পড়েছে। সেই সময়ই দাউদাউ করে জ্বলে ওঠে বিল্ডিংয়ের একাংশ। সিভিল হোস্টেলে বসবাসকারী প্রায় ১৫ জন জুনিয়র ডাক্তার আহত হয়েছেন। মৃত্যুও হতে পারে একাধিকের, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বিমান দুর্ঘটনার কারণে মেঘানীনগরের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখনও পর্যন্ত খবর, বিমানে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন নাগরিক, ৭ জন পর্তুগালের। এই এয়ার ইন্ডিয়ার বিমানে থাকায় ২৪২ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'আমদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যে প্রাণহানি হয়েছে তা বেদনাদায়ক, ভাষায় প্রকাশ করা অসম্ভব। দুর্যোগ মোকাবেলা বাহিনী দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি পর্যালোচনা করার জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী হর্ষ সাংঘভি এবং আহমেদাবাদের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি।
Pained beyond words by the tragic plane crash in Ahmedabad. Disaster response forces have been quickly rushed to the crash site. Spoke with the Gujarat Chief Minister Shri Bhupendra Patel, Home Minister Shri Harsh Sanghavi, and Commissioner of Police Ahmedabad to assess the…
— Amit Shah (@AmitShah) June 12, 2025
ভেঙে পড়ার পরই বিমানে বিধ্বংসী আগুন লাগে। যার জেরে পুড়ে খাক বহুতল। আশেপাশে অংশও ঝলসে যায় এই বিস্ফোরণে। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমানে প্রচুর পরিমাণ জ্বালানি মজুত ছিল। কারণ আমদাবাদ থেকে লন্ডন যাওয়ার কথা ছিল। ১২ বছরের পুরনো বিমান বোয়িং ড্রিমলাইনার ৭৮৭।






















