Air quality in Delhi: বদল হল না পরিস্থিতির, দূষণের গ্রাসে দিল্লি সহ পার্শ্ববর্তী এলাকা
Air quality in Delhi: বায়ু মানের পূর্বাভাস সংস্থা সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফরকাস্টিং এন্ড রিসার্চ বা SAFAR জানিয়েছে, এদিন সকালে ৩৬৯ নম্বরে দাঁড়িয়েছিল বায়ু মানের সূচক (AIQ)।
নয়াদিল্লি: পরিস্থিতি বদলানোর কোনও লক্ষণ নেই। এখনও দিল্লির বাতাসের মান ‘খুব খারাপ’('Very Poor')। বায়ু মানের পূর্বাভাস সংস্থা (Air Quality Forecast Agency) সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফরকাস্টিং এন্ড রিসার্চ বা SAFAR জানিয়েছে, এদিন সকালে ৩৬৯ নম্বরে দাঁড়িয়েছিল বায়ু মানের সূচক।
দিল্লির মৌসম ভবন (India Meteorological Department) পূর্বাভাসে আগেই জানিয়েছিল, রাজধানীতে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। সেই অনুযায়ী সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টিপাত। প্রবল বাতাস এবং বৃষ্টির কারণে বায়ুর গুণমান সূচকের Air Quality Index) সামান্য উন্নতি হতে পারে। উল্লেখ্য, বায়ু মানের সূচকের শূন্য থেকে ৫০-র মধ্যে থাকলে ধরা হয় ভালো। ৫১ থেকে ১০০- মধ্যে সন্তোষজনক, ১০১ থেকে ২০০-র মধ্যে সহনীয় , ২০১ থেকে ৩০০-র মধ্যে খারাপ, ৩০১ থেকে ৪০০-র মধ্যে খুব খারাপ, ৪০১ থেকে ৫০০-র মধ্যে গুরুতর।
শুরুটা হয়েছিল গত বছর দীপবলির (Diwali 2021) পর থেকেই। ধীরে ধীরে বাতাসের মান নিম্নমুখী হতে থাকে। যা নিয়ে আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল প্রশাসনকে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে পড়ুয়াদের সুরক্ষার্থে বেশ কিছু দিন বন্ধ রাখতে হয় স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর বাইরে থেকে আসা সব পণ্যবাহী ট্রাক ঢোকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (Central Pollution Control Board) পরিসংখ্যান বলছে, গত ৯ নভেম্বর বায়ু মানের সূচক ছিল ৪০৪-এ। ৮ নভেম্বর ছিল ৩৯০-তে। দিল্লির পার্শ্ববর্তী এলাকায় বায়ু মানের সূচক ছিল ৫৭৫-এ। এদিকে মৌসম ভবন (India Meteorological Department) জানিয়েছে, গতকাল, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার রাজধানীর সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ৯ এবং ২০ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: Uttar Pradesh News: সংক্রমণ বৃদ্ধির জের, দশম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের