সাবধান, বিমানে মাস্ক না পরলে নাম উঠতে পারে "নো-ফ্লাই" তালিকায়
যাত্রাকালীন অবস্থায় ফেস মাস্ক কখন খোলা যাবে, সেই নিয়েও নির্দেশিকা জারি করেছে ডিজিসিএ
নয়াদিল্লি: মাস্ক না পরলে বিমানে ওঠা নিষিদ্ধ। এমনই নির্দেশিকা জারি দেশের বিমান সংস্থাগুলিকে পাঠিয়ে দিয়েছে দেশের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিআই।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, যে যাত্রী মাস্ক পরবেন না বা কোভিড-১৯ অতিমারী শর্তাবলী লঙ্ঘন করবেন অথবা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর (এসওপি) পালন করতে অস্বীকার করবেন, তাঁদের নাম সোজা "নো-ফ্লাই" তালিকায় তুলে দিতে।
যাত্রাকালীন অবস্থায় ফেস মাস্ক কখন খোলা যাবে, সেই নিয়েও নির্দেশিকা জারি করেছে ডিজিসিএ। সেখানে বলা হয়েছে, একমাত্র বৈধ বা যুক্তিসঙ্গত কারণে মাস্ক খুলতে পারবেন যাত্রীরা। যমন জল বা খাবার খাওয়ার সময়।
যদি কেবিন ক্রু বা ফ্লাইট কমান্ডার মনে করেন, কোনও যাত্রী ইচ্ছাকৃতভাবে ফেস মাস্ক পরেননি বা তিনি অন্য যাত্রীদের বিপদের কারণ হতে পারেন, তাহলে সেই 'বেপরোয়া' যাত্রীদের নাম "নো-ফ্লাই" তালিকায় তুলে দেওয়া হবে।
তিন মাস লকডাউনের পর গত ২৫ মে কেন্দ্রীয় সরকার আংশিকভাবে এবং বিভিন্ন শর্তসাপেক্ষে অন্তঃদেশীয় বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয়।