News Live: অশান্তির আঁচ পশুপতি নাথ মন্দিরে, লুঠপাট, ভাঙচুরের চেষ্টা, এলাকা ঘিরল সেনা
News Live Update: জেন জি-বিক্ষোভকে ঘিরে অশান্ত নেপাল। গুলির নির্দেশ দেওয়া ডিএসপিকে পিটিয়ে খুন। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা।
LIVE

Background
অগ্নিগর্ভ নেপাল। লুঠপাট, অগ্নিকাণ্ড রুখতে কড়া হুঁশিয়ারি দিয়ে বিবৃতি জারি নেপালি সেনাবাহিনীর। রাত ১০টা থেকে নিয়ন্ত্রণে নামল বাহিনী। পশুপতিনাথ মন্দির ঘিরল সেনা।
জেন জি-বিক্ষোভকে ঘিরে অশান্ত নেপাল। গুলির নির্দেশ দেওয়া ডিএসপিকে পিটিয়ে খুন। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা।
শ্রীলঙ্কা, বাংলাদেশের পথে এবার নেপাল। বাড়িতে আগুন, গদি ছেড়ে সেনার কপ্টারে পালালেন প্রধানমন্ত্রী। রেহাই পেলেন না রাষ্ট্রপতি, প্রাক্তন প্রধানমন্ত্রীরাও।
ছাত্র-যুবের বিক্ষোভে রণক্ষেত্র নেপাল। ইস্তফা দেওয়ার পরেই রাস্তায় তাড়া করে উপ প্রধানমন্ত্রীকে মার। একের পর এক মন্ত্রীর বাড়িতে আগুন।
দুর্নীতির প্রতিবাদে নেপালে গণবিদ্রোহ। ফিল্মের মতো নোট উড়িয়ে বাঁচার চেষ্টায় বিদ্যুৎমন্ত্রী। পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, সরকারি অফিসে আগুন।
অশান্ত নেপালে চূড়ান্ত নৈরাজ্য। জেল ভেঙে সরকার বিরোধী নেতার মুক্তি। সেনা-পুলিশের অস্ত্র ছিনতাই। অভিজাত হোটেল থেকে মিডিয়ার অফিসেও হামলা।
বাংলাদেশের মতোই নেপাল ছেড়ে পলাতক পদত্যাগী প্রধানমন্ত্রী?
প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা, স্ত্রীকে মার। প্রচন্ডের বাড়িতেও হামলা।
বামপন্থী থেকে কংগ্রেস। দুর্নীতি, স্বজনপোষণের দায়ে নেপালে রেহাই নেই কারও। নেপাল কমিউনিস্ট পার্টির অফিসে আগুন। রাষ্ট্রপতির বাড়িও দখল।
বন্ধ কাঠমাণ্ডু বিমানবন্দর। রানওয়েতেও আগুন। অশান্ত নেপালে যেতে বারণ করল দিল্লি। ভারতীয় সতর্ক থাকার আবেদন।
নেপালের হিংসা হৃদয়বিদারক, অনেক যুবকের মৃত্যু। মন্ত্রিসভার বৈঠকে নেপাল নিয়ে আলোচনা। নেপালের ভাইবোনেরা শান্তি ফেরান, আবেদন নরেন্দ্র মোদির।
অশান্ত নেপাল, সীমান্তে সতর্কতা। এক ভারতীয় ট্রাক ড্রাইভার গুলিবিদ্ধ। বন্ধ পানিট্যাঙ্কি সীমান্ত। বন্ধ শিলিগুড়ি-কাঠমাণ্ডু বাস।
ওলি সরকারের পতনের পর আপাতত নেপালের দায়িত্বে কে? সুপ্রিম কোর্টের বিচারপতি সুশীলা কার্কির নামে জল্পনা। বিদ্রোহীদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক।
মেদিনীপুরের ব্যবসায়ী সৌরভের বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় থরে থরে সাজানো নোটের বান্ডিল। ১৪ ঘণ্টা তল্লাশি, বাজেয়াপ্ত ফোন-সহ গুরুত্বপূর্ণ নথি।
বালির কালো কারবারে টাকার পাহাড়! ইডি তল্লাশিতে থরে থরে নোটের হদিশ। মেদিনীপুরে ঠিকাদার, ঝাড়গ্রামের মাইনিং কর্মীর বাড়ি থেকে মিলল ৯০ লক্ষ টাকা!
বাঙালি অস্মিতায় শান দিতে গিয়ে কবিগুরুর ছবিই পোড়ালো টিএমসিপি। রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক বিজেপির। চাঁচলে বহিষ্কৃত নেতা সোয়েল গ্রেফতার।
ব্যান্ডেল মোড়ে INTTUC-র অফিসের সামনে গাঁজার ঠেক। তালা দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। ভোটের আগে প্রচার পেতে নাটক, কটাক্ষ বিজেপির।
দেশের নতুন উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন। ৭৬৭টির মধ্যে ৪৫২টি ভোট পেয়ে জয়ী।৩০০টি ভোট ইন্ডিয়া প্রার্থীর। শক্তিশালী হবে সংবিধান, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর।
উপরাষ্ট্রপতি ভোটেও কী বিরোধী ঐক্যে ভাগ? ইচ্ছে করেই ১৫টি ভোট বাতিল? হিসেবের চেয়ে এনডিও প্রার্থীর বেশি ভোট প্রাপ্তিতে জল্পনা।
বিহারের পর এবার দেশজুড়ে এসআইআরের প্রস্তুতি। আজ ৩৬জন মুখ্য নির্বাচনী আধিকারের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন।
এবার হিডকোর দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য। বিজ্ঞপ্তি জারি নবান্নের। ডিসেম্বরে ফিরহাদ হাকিমকে সরানোর পর হিডকো ছিল মুখ্যমন্ত্রীর অধীনে। কৃতজ্ঞ, প্রতিক্রিয়া চন্দ্রিমার।
এবার জয়নগরে মিলল বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ! নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার বন্দুক, কার্তুজ-সহ অস্ত্র তৈরির সরঞ্জাম। হাতেনাতে ২জন গ্রেফতার।
শিশু চুরির অভিযোগে আমতা হাসপাতালে তুলকালাম। সিসি ফুটেজ দেখে আমতা থেকেই উদ্ধার। ১ মহিলা গ্রেফতার।
১৫বি। সিয়াচেনে তুষারধসের কবলে ভারতীয় সেনার ক্যাম্প। অন্তত ৩জন জওয়ানের মৃত্যু।
সেনা ক্যাম্পে তুষারধস
এবার দোহায় হামলা ইজরায়েলের। গাজায় আমেরিকার প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার সময়েই হামলা। টার্গেট হামাস, দাবি ইজরায়েলের। নজর রাখছে ভারত।
হাইকোর্টের নির্দেশে সবপক্ষের বৈঠকে চিংড়িঘাটা মেট্রো নিয়ে কাটল জট। শুক্র, শনি, রবিবার ট্রাফিক ব্লক করে নভেম্বরই জুড়বে বাকি অংশের সঙ্গে।
ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার জয়জয়কার। দ্য সংস অফ ফরগটেন ট্রিজের জন্য জিতলেন সেরা পরিচালকের খেতাব জিতলেন পুরুলিয়ার অনুপর্ণা।
News Live: নেপালে নামল সেনা, তাও এভারেস্টের দেশে চরম অরাজকতা
নেপালে নামল সেনা, তাও এভারেস্টের দেশে চরম অরাজকতা
নেপালের প্রধানমন্ত্রী ওলি-র পদত্যাগের পরেও থামছে না হিংসা!
কাঠমাণ্ডুতে ফের রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভ
বিক্ষোভকারীদের ঘিরে রেখেছে নেপাল সেনাবাহিনী
আজ বিকেল ৫ পর্যন্ত কার্ফু জারি, রাতে শিথিল, জানাল সেনা
আগামিকাল সকাল ৬ থেকে সন্ধে ৬ পর্যন্ত ফের কার্ফু, বিবৃতি নেপাল সেনার
প্রধানমন্ত্রীর বাসভবন, দফতর, একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন
গতরাত থেকে নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছে সেনা
শান্তি বজায় রাখার জন্য আন্দোলনকারীদের কাছে আবেদন সেনাপ্রধানের
বন্ধ নেপালের শেয়ার বাজার, নির্দেশিকা নেপাল স্টক এক্সচেঞ্জের
বিশ্ববিখ্যাত পশুপতিনাথ মন্দিরে লুঠপাট, ভাঙচুরের চেষ্টা
নতুন করে অশান্তি,
মন্দিরের নিরাপত্তার খাতিরে এলাকা ঘিরল সেনাবাহিনী
নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের জন্য বন্ধ হল পশুপতিনাথ মন্দিরের দরজা
News Live: বিহার SIR-এ ১২তম নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করার নির্দেশ সুপ্রিম কোর্টের
হারের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশিকা নির্বাচন কমিশনের
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আধার কার্ড গ্রহণ করতে নির্দেশ
SIR-এ পরিচয়পত্র হিসেবে আধার গ্রহণ করতে নির্দেশ কমিশনের
'DEO, ERO এবং AERO-দের গ্রহণ করতেই হবে আধার কার্ড'
আধার কার্ড না নিলে কড়া ব্যবস্থা, নির্দেশিকায় জানাল নির্বাচন কমিশন
বিহার SIR-এ ১২তম নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করার নির্দেশ সুপ্রিম কোর্টের






















