আজ অমিত শাহর রাজ্য সফরের দ্বিতীয় দিন, দেখুন পূর্ণ কর্মসূচি
দক্ষিণেশ্বর মন্দির দর্শন থেকে পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে সাক্ষাত....
![আজ অমিত শাহর রাজ্য সফরের দ্বিতীয় দিন, দেখুন পূর্ণ কর্মসূচি Amit Shah in West Bengal: Check Day 2 Full schedule আজ অমিত শাহর রাজ্য সফরের দ্বিতীয় দিন, দেখুন পূর্ণ কর্মসূচি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/06132553/web-amit-shah-bnk-still-051120.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: একুশের নির্বাচনের আগে রাজ্যে অমিত শাহ। সফরের দ্বিতীয় দিনে বাগুইআটিতে মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে।
শুক্রবার হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের দ্বিতীয় তথা শেষ দিন। এর আগে, দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতায় আসার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা বাতিল হয়।
আজ, দ্বিতীয় দিনে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শাহ। সেখানে, ভোট প্রস্তুতি থেকে শুরু করে সাংগঠনিক বিষয়বস্তু খতিয়ে দেখবেন। একইসঙ্গে, একুশের নির্বাচনে দলের রণকৌশল কী হবে তা নির্ধারণ করবেন।
এর আগে, চলতি বছরের গোড়ায়, রাজ্যের জন্য একটি ভার্চুয়াল সভার আয়োজন করেছিলেন শাহ। কোভিড-১৯ লকডাউনের পর এই প্রথম রাজ্য সফরে এলেন তিনি। শেষবার সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ-বিক্ষোভের আবহের মধ্যে ১ মার্চ রাজ্যে এসেছিলেন।
এক নজরে আজকের কর্মসূচি--
সকাল ১০.১০ : দক্ষিণেশ্বর মন্দির দর্শন সকাল ১০.৩৫ : পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে সাক্ষাত সকাল ১১.৩০ - দুপুর ১টা : বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক দুপুর ১.১৫ : মতুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন দুপুর ২.১৫ - ৩টে : সাংবাদিক সম্মেলন দুপুর ৩.১৫ - ৪.৪৫ : বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সাক্ষাত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)