এক্সপ্লোর
Advertisement
পর্দায় অপরাধীদের ত্রাস, বাস্তবে কিন্তু একাধিকবার অসুস্থ হয়েছেন বিগ বি, দেখে নিন
এরপর ২০০৫-এর শুরুতে ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্রে প্রদাহ ও ছিদ্রের জেরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর পেটে বড় অস্ত্রোপচার হয়। কম করে ১ মাসের বেশি সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয় তাঁকে।
মুম্বই: করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন। জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে, নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। চিকিৎসকরা আশ্বাস দিচ্ছেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, অবস্থা স্থিতিশীল। কিন্তু অনুরাগীদের ভাবাচ্ছে অমিতাভের শারীরিক অবস্থার পুরনো রেকর্ড। দেখা যাচ্ছে, একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ বছরের মেগাস্টার।
অমিতাভের জীবনে কার্যত জীবন মৃত্যুর সন্ধিক্ষণ নিয়ে এসেছিল প্রয়াগ রাজ ও মনমোহন দেশাইয়ের ছবি কুলি। ১৯৮২-র ২৬ জুলাই এই ছবির শ্যুটিংয়ের সময় অমিতাভ মারাত্মক চোট পান। শ্যুটিং চলছিল ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, পরবর্তীতে টিভিতে দুর্যোধন সাজা পুনীত ইশারের সঙ্গে বিগ বির ফাইটিং সিন। মারামারির সময় একটি দৃশ্যে ঠিকমত লাফাতে পারেননি অমিতাভ, আছড়ে পড়েন টেবিলের ওপর। টেবিলের কোণের ইস্পাতের একটি ধার নাকি তাঁর পেটে ঢুকে যায়। গুরুতর আহত অভিনেতাকে মুম্বইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে বেশ কয়েকটি অস্ত্রোপচার হয় তাঁর। কিছুদিন আগে তিনি ব্লগে লিখেছিলেন, ভেন্টিলেটরে দেওয়ার আগে তাঁকে কয়েক মিনিটের জন্য মৃত বলে ধরে নিয়েছিলেন চিকিৎসকরা।
১৯৮৪-এ মায়াস্থেনিয়া গ্রাভিস নামে তাঁর একটি স্নায়ুজনিত রোগ ধরা পড়ে। শারীরিক দুর্বলতা এবং কোনও একটি পেশীতে নিয়ন্ত্রণের বাইরে অস্বাভাবিক ক্লান্তি ছিল এই অসুখের চরিত্র। এই অসুখ সারে না, তবে নিয়মিত চিকিৎসার ফলে নিয়ন্ত্রণে রাখা যায়।
২০০০ সালে কওন বনেগা ক্রোড়পতি-র শ্যুটিংয়ের সময় অমিতাভের মেরুদণ্ডে টিবি ধরা পড়ে। প্রায় ১ বছর ধরে টানা চিকিৎসা চলে তাঁর। অমিতাভ জানিয়েছেন, যেদিন ওই টিভি শো শুরু করেন তিনি, সেদিনই ওই রোগ ধরা পড়ে। এর ফলে তিনি বসতে বা শুয়ে থাকতে পারতেন না। বেশিভাগ সময় গোটা দিনে ৮-১০টা পেন কিলার খেয়ে শ্যুটিং করতেন তিনি।
এরপর ২০০৫-এর শুরুতে ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্রে প্রদাহ ও ছিদ্রের জেরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর পেটে বড় অস্ত্রোপচার হয়। কম করে ১ মাসের বেশি সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয় তাঁকে।
এছাড়া তিনি ব্লগে জানিয়েছেন, ১৯৭০ থেকে ৮০-র মধ্যে নানা স্টান্ট দৃশ্যের জন্য তাঁর ঘাড় শক্ত হয়ে যায়, দীর্ঘদিন কাঁধে ব্যথা ছিল। কুলি-র চোটের জন্য সারা জীবন নানা ধরনের সমস্যা ভোগ করেছেন তিনি।
এরপর ২০১৫-য় অমিতাভ জানান, তাঁর শরীরে মাত্র ২৫ শতাংশ যকৃৎ রয়েছে, বাকি ৭৫ শতাংশ বাদ পড়েছে ভয়াবহ হেপাটাইটিস বি-তে। কিন্তু কীভাবে তাঁর শরীরে দেখা দিল হেপাটাইটিস বি? অমিতাভ অকপটে জানিয়েছেন, কুলি-র দুর্ঘটনার পর তাঁর শরীরে প্রায় ২০০ জনের রক্ত দেওয়া হয়, ৬০ বোতল রক্ত লেগেছিল। এমনই এক রক্তদাতার শরীরে হেপাটাইটিস বি জীবাণু ছিল, যা তাঁর শরীরে ঢুকে যায়। ২০০০ সাল পর্যন্ত ঠিকঠাকই কাজ করে এসেছেন, তারপর এক সাধারণ মেডিক্যাল চেকআপের সময় জানানো হয়, তাঁর লিভারে সংক্রমণ হয়েছে, বাদ দিতে হয় ৭৫ শতাংশ লিভার।
এরপর ২ বছর আগে ফেব্রুয়ারিতে নপিঠের নীচের দিকে, মেরুদণ্ডে ও ঘাড়ে ব্যথার কারণে তাঁকে অল্প সময়ের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। আবার কয়েক মাসের মধ্যে ঠগস অফ হিন্দোস্তান-এর শ্যুটিং চলাকালীন যোধপুরে অসুস্থ বোধ করেন তিনি। তাঁর চিকিৎসকদের যোধপুরে উড়িয়ে আনা হয়। পরে জয়া বচ্চন জানান, অমিতাভের পিঠে, কাঁধে যন্ত্রণা হচ্ছিল। তবে সেদিনই পরের দিকে শ্যুটিং শুরু করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement