বিজয়ওয়াড়া: করোনা চিকিৎসা কেন্দ্রের আগুনে মৃত্যু বেড়ে ১০, ক্ষতিপূরণের ঘোষণা, তদন্তের নির্দেশ অন্ধ্র মুখ্যমন্ত্রীর, শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর
একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে বিজয়ওয়াড়ায় স্থানীয় একটি হোটেলে তৈরি হয় অস্থায়ী করোনা চিকিৎসা কেন্দ্র।
বিজয়ওয়াড়া: অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় অস্থায়ী করোনা চিকিৎসা কেন্দ্রে ভয়াবহ আগুনে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১০। এখনও আহত বেশ কয়েকজন।
একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে বিজয়ওয়াড়ায় স্থানীয় একটি হোটেলে তৈরি হয় অস্থায়ী করোনা চিকিৎসা কেন্দ্র। প্রায় ৪০ জন রোগীকে পাশের হাসপাতাল থেকে এখানে রাখা হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, রবিবার ভোররাতে আগুন লাগে। সেই সময় রোগী ছাড়াও ছিলেন ০ জন স্বাস্থ্য কর্মী। আগুন লাগার পর আতঙ্কিত রোগী ও স্বাস্থ্য কর্মীরা জানলার কার্নিশ বেয়ে নামার চেষ্টা করেন।
Struck with grief after hearing tragic news about COVID-19 care centre in Vijayawada where an accidental fire caused loss of lives. My thoughts and prayers are with the bereaved families. I wish speedy recovery for the injured.
— President of India (@rashtrapatibhvn) August 9, 2020
দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, ঝলসে মৃত্যু হয় সাতজনের। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান।Anguished by the fire at a Covid Centre in Vijayawada. My thoughts are with those who have lost their loved ones. I pray that the injured recover as soon as possible. Discussed the prevailing situation with AP CM @ysjagan Ji and assured all possible support.
— Narendra Modi (@narendramodi) August 9, 2020
ঘটনায় শোকপ্রকাশ করে ট্যুইট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মৃতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তাদানের ঘোষণা অন্ধ্রের মুখ্যমন্ত্রীর। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
Deeply anguished by the news of tragic fire accident at a COVID-19 facility in Vijayawada, Andhra Pradesh. Centre assures all possible support to the state govt. My condolences are with the affected families in this time of grief. Praying for the speedy recovery of those injured.
— Amit Shah (@AmitShah) August 9, 2020
Deeply saddened by the loss of lives at a Covid Centre in #Vijayawada due to a fire mishap. My heartfelt condolences to the bereaved families. May they remain strong during this difficult time. Prayers for speedy recovery of the injured.
— Ashok Gehlot (@ashokgehlot51) August 9, 2020