Fire In Andhra Pradesh Factory: আগুনের গ্রাসে কারখানা, প্রাণ হারালেন ৬ জন
Eluru Fire: স্থানীয় পুলিশ-প্রশাসনের তরফে জানানো হয়েছে এলুরুর ওই কারখানায় নাইট্রিক অ্যাসিড চুঁইয়ে বাইরে বেরিয়ে আসায় বিস্ফোরণ ঘটেছে।
হায়দরাবাদ: ভয়াবহ অগ্নিকাণ্ড অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) একটি কারখানায়। অন্ধ্রপ্রদেশের এলুরু জেলায় আক্কিরেড্ডিগুডেম (Akkireddygudem) এলাকার একটি রাসায়নিকের কারখানায় বুধবার রাতে আগুন লাগে। গভীর রাত পর্যন্ত আগুন বোজাতে লড়াই চালায় স্থানীয় প্রশাসন। স্থানীয় পুলিশ-প্রশাসনের তরফে জানানো হয়েছে এলুরুর ( Eluru) ওই কারখানায় নাইট্রিক অ্যাসিড (nitric acid) চুঁইয়ে বাইরে বেরিয়ে আসায় বিস্ফোরণ ঘটেছে। প্রবল বিস্ফোরণের ঘটনায় কারখানার রিঅ্যাক্টরে আগুন লেগে যায়। তারপরেই বিস্ফোরণ ঘটে ওই রিঅ্যাক্টরে। বুধবার রাতে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। কীভাবে আগুন নেভানো হবে তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। একাধিক দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। রাসায়নিক কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানাচ্ছেন স্থানীয়রা। আগুন নেভাতে বেশ সমস্যা হয় বলেও সূত্রের খবর। অনেক চেষ্টা করলেও শেষপর্যন্ত প্রাণহানি (Death) এড়ানো যায়নি।
একাধিক হতাহত:
রিঅ্যাক্টরে (reacter) বিস্ফোরণ ঘটায় মারাত্মক ভাবে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদসংস্থা সূত্রে খবর, আগুনে ঝলসে মারা গিয়েছেন ওই কারখানার ৬ জন কর্মী। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছেন ১২ জন। আহতদের সবাইকে বিজয়ওয়াড়ার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সংস্থা সূ্ত্রে জানা গিয়েছে, সকলেই নিহতদের সকলেই বিহারের বাসিন্দা।
সরকারি পদক্ষেপ:
রাসায়নিক কারখানায় (Chemical Factory) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। ওই রাজ্যের সরকারের তরফে নিহতদের পরিবারপ্রতি ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। যাঁরা জখম, তাঁদের জন্য ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের (Financial Help) ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার।
দুঃখপ্রকাশ রাজ্যপালের:
মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: রাজস্থানে খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি, মৃত ৫