AP Train Accident: বিশাখাপত্তনমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! হেল্পলাইন চালু করল রেল
Andhra Pradesh Train Accident: বিশাখাপত্তনমে ট্রেন দুর্ঘটনার জেরে বেশকিছু ট্রেনের রুট বদল করা হয়েছে
অন্ধ্রপ্রদেশ: ওড়িশার বালেশ্বরের রেল দুর্ঘটনার স্মৃতি উসকে দিল রবিবারে অন্ধ্রপ্রদেশের ট্রেন দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমে এদিন দুটি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর লাইনচ্যুত হয়ে যায় ট্রেন, উল্টে যায় বেশ কয়েকটি বগি। রাত সাড়ে দশটা পর্যন্ত ANI সূত্রে পাওয়া খবর অনুযায়ী ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু যাত্রী। ভিজিয়ানগরম (Vizianagaram) -এর পুলিশের তরফে জানানো হয়েছে ১৮ জনের জখম হওয়ার খবর মিলেছে এখনও পর্যন্ত।
এএনআই সূত্রের খবর, বিশাখাপত্তনমের কাছে আলামান্দা এবং কান্টাকাপাল্লে রেল স্টেশনের মাঝে এই রেল দুর্ঘটনা ঘটেছে। রেলমন্ত্রকের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ঘটনাস্থলে এনডিআরএফ, রেলের উদ্ধারকারী দল পৌঁছেছে। চলছে উদ্ধারকাজ। ইস্ট কোস্ট রেলওয়ে (East Coast Railway)-এর তরফেও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
Helpline Number regarding Train Accident between Alamanda and Kantakapalle in Vizianagaram-Kottavalasa Rly secn of Waltair Divn of ECoR in Howrah-Chennai Main Line.
— East Coast Railway (@EastCoastRail) October 29, 2023
Bhubaneswar -
0674-2301625, 2301525, 2303069
Waltair - 0891-
2885914@RailMinIndia
Andhra Pradesh train accident| Ministry of Railway issues helpline numbers https://t.co/foBoTg0FRp pic.twitter.com/8juPU1ZWbl
— ANI (@ANI) October 29, 2023
বিশাখাপত্তনম থেকে রায়গড় (Rayagada) যাচ্ছিল একটি প্যাসেঞ্জার ট্রেন। ওভারহেড তারে কোনও সমস্যার জন্য সেটি দাঁড়িয়ে যায়। সেইসময়েই দ্রুতগতিতে আসা পালাসা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মারে। তাতেই বেলাইন হয় বেশ কয়েকটি বগি।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি (Andhra CM Jagan Reddy) দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। এএনআই সূত্রের খবর, ওয়াইএস জগনমোহন রেড্ডি জানিয়েছেন যথাসম্ভব দ্রুত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে এবং যতটা বেশি সংখ্যায় সম্ভব অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী X হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, ত্রাণকাজ ও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করার নির্দেশ দেওয়ার পাশাপাশি কাছাকাছি থাকা সব হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব সরকারি দফতরের সঙ্গে ঠিকমতো বোঝাপড়ার মাধ্য়মে সুষ্ঠুভাবে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
খোঁজ নিলেন প্রধানমন্ত্রী:
রেলমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন নরেন্দ্র মোদি। বিশাখাপত্তনমে ট্রেন দুর্ঘটনার জেরে বেশকিছু ট্রেনের রুট বদল করা হয়েছে। হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে।
আরও পড়ুন: প্যাসেঞ্জার ট্রেনে ধাক্কা এক্সপ্রেসের, অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় হত ৩