অস্ত্রবোঝাই ড্রোনটি জইশ-ই-মহম্মদের, জানাল জম্মু-কাশ্মীর পুলিশ
ড্রোনটি সেই সময় পাকিস্তানের দিক থেকে ভারতের দিকে আসছিল...
নয়াদিল্লি: অস্ত্রবোঝাই পাকিস্তানি ড্রোন নিয়ে নতুন তথ্য প্রকাশ করল জম্মু ও কাশ্মীর পুলিশ। রাজ্য পুলিশের ডিজিপি জানান, অস্ত্রবোঝাই করে ড্রোন পাঠিয়েছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। দক্ষিণ কাশ্মীরে সক্রিয় জঙ্গিদের কাছে অস্ত্র পাঠানোর ছক ছিল।
গতকাল জম্মু কাশ্মীরে গুলি করে পাক ড্রোন নামাল বিএসএফ। রাঠুয়া গ্রামের আন্তর্জাতিক সীমান্তে ওড়ার সময় শনিবার ভোর ৫.১০ মিনিটে বিএসএফ জওয়ানরা গুলি করে পাকিস্তানের ওই ড্রোনটিকে নামায়।
বিএসএফের টহলদারি দল, রুটিন পেট্রলিং চালাচ্ছিল পানসারের সীমান্ত অঞ্চলে। সেই সময়ই পাক ড্রোনটিকে উড়তে দেখে তারা। ড্রোনটি সেই সময় পাকিস্তানের দিক থেকে ভারতের দিকে আসছিল। সঙ্গে সঙ্গে তাকে গুলি করে নামানো হয়।
ধ্বস হওয়া ড্রোন থেকে এম-৪ সেমি অটোমেট্যিক কার্বাইন, ৭টি গ্রেনেড, ৬০ রাউন্ড বুলেট ও ২টি ম্যাগাজিন উদ্ধার করে বাহিনী। পুলিশ জানিয়েছে, অস্ত্র ও গ্রেনেডগুলি প্রমাণ করছে এপারে থাকা কোনও জঙ্গির জন্যই ওই কনসাইনমেন্ট আসছিল। ওই জঙ্গি সম্ভবত সীমান্তের এক-দুই কিলোমিটারেরর মধ্যে রয়েছে। উদ্দশ্য ছিল, এখানে কোনও নাশকতামূলক হামলা চালানো।
পুলিশ সূত্রে খবর, ড্রোনটির ভিতর থেকে আলি ভাই বলে এক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। কে এই আলি ভাই, তার খোঁজ চলছে।