এক্সপ্লোর
জম্মু ও কাশ্মীরে গত কয়েক বছরে বন্ধ প্রায় ৫০ হাজার মন্দির, ফের খোলা হবে, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সমীক্ষার নির্দেশ
পাশাপাশি কাশ্মীরে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলিও ফের চালু হবে বলে জানিয়েছেন রেড্ডি। বলেছেন, এমন স্কুলের সংখ্যা জানতে সমীক্ষা চালানোর জন্য একটি কমিটি গড়া হয়েছে।

নয়াদিল্লি: গত কয়েকটি বছরে জম্মু ও কাশ্মীরে প্রায় ৫০ হাজার মন্দির বন্ধ হয়ে গিয়েছে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। এই মন্দিরগুলির অধিকাংশই ভাঙচুর করা হয়েছে, ভিতরের দেব-দেবীমূ্র্তি নষ্ট বিকৃত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রেড্ডি জানিয়েছেন, তাঁরা এ ব্যাপারে সমীক্ষা করতে বলেছেন। বন্ধ থাকা মন্দিরগুলি ফের খোলা হবে। পাশাপাশি কাশ্মীরে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলিও ফের চালু হবে বলে জানিয়েছেন রেড্ডি। বলেছেন, এমন স্কুলের সংখ্যা জানতে সমীক্ষা চালানোর জন্য একটি কমিটি গড়া হয়েছে। একদিন আগেই তিনি দাবি করেছিলেন, গত ৭০ বছরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ জারি থাকাকালে জম্মু ও কাশ্মীরে শুধু ‘সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও পাকিস্তানপন্থী শক্তিগুলি’রই বৃদ্ধি হয়েছে। হাজার হাজার মন্দির ধবংস ও কয়েক লক্ষ কাশ্মীরি পন্ডিত, হিন্দুদের জম্মু ও কাশ্মীর থেকে বিতাড়ন করা হয়েছে। পাকিস্তানকেও আক্রমণ করেন রেড্ডি। বলেন, ভারতের সঙ্গে যু্দ্ধে জড়ালে ওরাই বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে। ভারত সময়মতো পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলে আনার অভিযানে নামবে বলেও জানিয়ে দেন তিনি। ‘এক দেশ, এক সংবিধান’-এই বিষয়বস্তুর ওপর অন্ধ্রপ্রদেশে ‘জন জাগরণ’ সভায় ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইমরান খান বা পাকিস্তানি সেনাবাহিনীর ফাঁপা হুমকিতে কেউ ভয় পায় না। ভারতের প্রধানমন্ত্রী ভয় পেয়ে গুটিয়ে যাওয়ার লোক নন। দেশে এমন একটা সরকার রয়েছে যারা দেশের সার্বভৌমত্ব, সংহতিকে রক্ষা করবে, যারা দেশপ্রেমিক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















