এক্সপ্লোর
Advertisement
প্লেগ, গুটিবসন্ত, টিবি, পোলিও মহামারী দেখেছি, করোনাও কাটিয়ে উঠব, বার্তা আশা ভোঁসলের
কালজয়ী গায়িকার জন্ম ১৯৩৩-এ। ১৯৭৪-এর গুটিবসন্ত, ৯৪-এর প্লেগ সংক্রমণ দেখেছেন। বাল্যে দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাঁর বার্তায় আপ্লুত টুইটার জনতা ধন্যবাদ দিয়েছেন তাঁকে।
মুম্বই: জীবনের ৮৬টা বছর বহু অভিজ্ঞতায় সমৃদ্ধ করেছে তাঁকে। প্লেগে উজাড় হয়ে যেতে দেখেছেন একের পর এক জনপদ, হানা দিয়েছে গুটিবসন্ত, টিবি, পোলিও। কিন্তু দেখেছেন দিনের শেষে জয়ী হয়েছে মানুষই। ফলে করোনার মুখোমুখি হয়েও আশাবাদী আশা ভোঁসলে। তাঁর বিশ্বাস, এই দুর্যোগও আমরা কাটিয়ে উঠব।
টুইটারে এ নিয়ে একটি পোস্ট করেছেন আশা। বলেছেন, প্লেগ, টিবি, স্মল পক্স, পোলিও মহামারী দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি। এই করোনা অতিমারী খারাপ ঠিকই কিন্তু আমরা নিশ্চয় জয়ী হব।
I’ve lived thru many epidemics including plague, smallpox, TB, polio etc & several wars including world war 2 & though this pandemic is bad, we shall overcome it. Stay home as ordered & we shall be fine @PMOIndia
— ashabhosle (@ashabhosle) March 24, 2020
কালজয়ী গায়িকার জন্ম ১৯৩৩-এ। ১৯৭৪-এর গুটিবসন্ত, ৯৪-এর প্লেগ সংক্রমণ দেখেছেন। বাল্যে দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাঁর বার্তায় আপ্লুত টুইটার জনতা ধন্যবাদ দিয়েছেন তাঁকে।
এর আগে সোমবার আশা টুইট করে জানান, করোনার বিরুদ্ধে সংগ্রামরত স্বাস্থ্যকর্মীদের জন্য তিনি ও তাঁর পরিবারবর্গ বিকেল ৫টায় ওম মন্ত্রোচ্চারণ করবে।
শুধু আশা নন, অন্যান্য বলিউড তারকাও শুনিয়েছেন আশার বাণী।ঋষি কপূর বলেছেন, করোনা সরে গেলে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। গেম ক্লাবগুলোয় ভিড় ধরবে না, রেস্তোঁরাগুলোর বাইরে ২ ঘণ্টা ধরে থাকবে লাইন, বাচ্চারা স্কুলে যাবে, সকলে কাজে ফিরবে, শেয়ার বাজার আকাশ ছোঁবে, আমরা সবাই রাস্তায় নেমে একে অপরের সঙ্গে
হাত মেলাব। আর তো কটা দিনের অপেক্ষা।
Good morning all. I totally believe in this. This shall happen by Gods grace! pic.twitter.com/EuSzY0kiSV
— Rishi Kapoor (@chintskap) March 25, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement