এক্সপ্লোর
Advertisement
দেখুন: নেট অনুশীলনে জয়সূর্যর বোলিং অ্যাকশন অনুকরণের চেষ্টা অশ্বিনের
ইডেনে প্রথমবার গোলাপি বলের টেস্ট খেলবে ভারত। দিন-রাতের এই টেস্টের জন্য প্রস্তুতি তুঙ্গে ভারতীয় শিবিরে। নতুন পরিবেশে গোলাপি বলে টেস্ট খেলার কৌশল দ্রুত রপ্ত করতে বিভিন্নভাবে প্রয়াস চালাচ্ছেন ক্রিকেটাররা।
নয়াদিল্লি: ইডেনে প্রথমবার গোলাপি বলের টেস্ট খেলবে ভারত। দিন-রাতের এই টেস্টের জন্য প্রস্তুতি তুঙ্গে ভারতীয় শিবিরে। নতুন পরিবেশে গোলাপি বলে টেস্ট খেলার কৌশল দ্রুত রপ্ত করতে বিভিন্নভাবে প্রয়াস চালাচ্ছেন ক্রিকেটাররা। এরইমধ্যে রবিবার ভারতীয় দল নৈশালোকে অনুশীলন করল। ওই সময় ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দেখা গেল শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক সনথ জয়সূর্যর বোলিং অ্যাকশন অনুকরণ করতে।
অশ্বিন ডানহাতি বোলার। জয়সূর্য ছিলেন বাঁহাতি। সেই জয়সূর্যর মতো করে বল করার চেষ্টা করলেন অশ্বিন। আর তা দেখে বোলিং কোচ ভরত অরুণ ও উপস্থিত সবাই বেশ খানিক মজা উপভোগ করলেন। রান আপের মাঝেই বল ছেড়ে অশ্বিন নিজেও হেসে ফেললেন।
বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিমধ্যেই ১-০ এগিয়ে ভারত। ওই ম্যাচে তিনদিনেই বাংলাদেশকে বিধ্বস্ত করেছে ভারত। প্রথমবার দিন-রাতের টেস্টের আগেও ভারতীয় শিবির জয়ের ধারা অব্যাহত রাখার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। গোলাপি বলের টেস্টেও বাংলাদেশকে হারিয়ে সিরিজে ২-০ জয়ই লক্ষ্য কোহলির দলের।Ashwin being Ashwin. Bowling with the left hand and getting it to turn.#pinkballTest pic.twitter.com/jWCdyIdtXX
— Manish K Pathak (@manishpathak187) November 17, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement