এক্সপ্লোর
Advertisement
কেন জন্তুজানোয়ারদের গোমাংস? নিষিদ্ধ হোক, গুয়াহাটি চিড়িয়াখানার বাইরে বিক্ষোভ বিজেপি নেতার
অসম স্টেট জু-য়ের জনৈক শীর্ষ অফিসার বলেন, জন্তুজানোয়ারদের খাবার দেওয়া হয় তাদের চাহিদা, প্রয়োজন, খাদ্য়াভ্যাস অনুসারে যা পর্যবেক্ষণ, গবেষণার মাধ্যমে স্থির করা হয়। যদি সেন্ট্রাল জু অথরিটি বিক্ষোভকারীদের দাবিমতো জন্তুজানোয়ারদের ডায়েট বদলায়,তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে তা মেনে ব্য়বস্থা নিতে হবে।
গুয়াহাটি: গুয়াহাটিতে অসম রাজ্য চিড়িয়াখানার বাইরে সেখানকার জন্তুজানোয়ারদের গোমাংস খেতে দেওয়ার রীতি নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ দেখালেন রাজ্যের বিজেপি নেতা সত্যরঞ্জন বোরা। আরও অন্যান্য মাংস থাকতে কেন শুধু গোমাংসই জন্তুজানোয়ারদের খেতে দেওয়া হয়, এই প্রশ্ন তুলে বোরা এটা বন্ধ না হলে অসম সরকার ও চিড়িয়াখানা কর্তৃপক্ষকে এর ‘পরিণাম ভুগতে হবে’বলে হুঁশিয়ারি দিয়েছেন। বোরার সঙ্গে ছিলেন আরও প্রায় ৩০ জন বিজেপি কর্মী। তাঁরা বাঘ ও চিড়িয়াখানার অন্য মাংসাশী প্রাণীদের জন্য মাংস সরবরাহ করা গাড়িগুলিকেও আটকে দেওয়ার চেষ্টা করেন, বেশ কয়েক ঘন্টা চিড়িয়াখানা যাওয়ার রাস্তা অবরোধ করেন। পরে বিক্ষোভকারীদের তাঁদের দাবিদাওয়ার ব্যাপারে সেন্ট্রাল জু অথরিটির সঙ্গে কথা বলতে বলা হয়। জন্তুজানোয়ারদের কী খাদ্য দেওয়া হবে, তা ঠিক করে তারা।
অসম স্টেট জু-য়ের জনৈক শীর্ষ অফিসার বলেন, জন্তুজানোয়ারদের খাবার দেওয়া হয় তাদের চাহিদা, প্রয়োজন, খাদ্য়াভ্যাস অনুসারে যা পর্যবেক্ষণ, গবেষণার মাধ্যমে স্থির করা হয়। যদি সেন্ট্রাল জু অথরিটি বিক্ষোভকারীদের দাবিমতো জন্তুজানোয়ারদের ডায়েট বদলায়,তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে তা মেনে ব্য়বস্থা নিতে হবে।
তবে বিজেপি নেতা ও তাঁর সঙ্গীদের দাবির ব্যাপারে অসমের বনমন্ত্রী পরিমল সুকলাবৈদ্য বলেছেন, পুষ্টির প্রয়োজন অনুসারেই বন্য জন্তুজানোয়ারদের খাদ্যাভ্যাস বজায় রাখা আবশ্যক। একেক জন্তুর খাদ্যাভ্যাস একেকরকম, আলাদা। তাতে বাধা দিলে ওরা ক্ষিপ্ত হয়ে উঠবে যা সমস্যায় ফেলবে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে।
প্রসঙ্গত, গুয়াহাটির জু-তে জন্তুজানোয়ারদের সপ্তাহে একদিন গোমাংস দেওয়া হয়। উত্তরপূর্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা এটি। ৮টি বাঘ, তিনটি সিংহ, ২৬টি চিতা, ব্য়ঘ্র প্রজাতির জন্তুজানোয়ার আছে এখানে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
খবর
Advertisement