এক্সপ্লোর
Advertisement
অসমে ছেলেদের থেকে মেয়েদের মদের নেশা বেশি, বাঙালির বেশি পছন্দ বিড়ি-সিগারেট! জানাচ্ছে সরকারি সমীক্ষা
পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও, তবে মদ নয়, বাঙালি মহিলাদের বেশি পছন্দ বিড়ি সিগারেট।
গুয়াহাটি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর জানাচ্ছে, গোটা দেশে মহিলাদের মদের নেশায় এক নম্বরে রয়েছে অসম। এখানকার ২৬.৩ শতাংশ মহিলা নিয়মিত মদ্যপান করেন। ছেলেদেরও এ ক্ষেত্রে পিছনে ফেলে দিয়েছেন তাঁরা।
২০১৯-২০২০-র এই সমীক্ষা বলছে, মেয়েদের মদের নেশায় সব থেকে পিছিয়ে চণ্ডীগড় ও লাক্ষাদ্বীপ। মহিলাদের মদ খাওয়া এখানে ০ শতাংশ। এরপর নাগাল্যান্ড, গোয়া, কর্নাটক ও হিমাচল প্রদেশের মেয়েদের মদের নেশা কম। ১৫ থেকে ৫৪ বছরের মেয়েদের মধ্যে এই সব রাজ্যে মদ খাওয়ার প্রবণতা মাত্র ০.১ শতাংশ। তবে নাগাল্যান্ডের ব্যাপারটা মজার। যে ০.১ শতাংশ মহিলা সেখানে মদ খান, তাঁদের ৬৫.৫ শতাংশ সপ্তাহে অন্তত একদিন মদ খাবেনই। অসমে আবার ছেলেদের থেকে মেয়েদের মদের নেশা বেশি।
অরুণাচল প্রদেশে ১৫-৫৪ বছর বয়সী পুরুষদের মধ্যে ৫৯.৯ শতাংশ মদ্যপান করেন। গোয়ায় সপ্তাহে অন্তত ১ দিন মদ খান ৫৯.৩ শতাংশ পুরুষ। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও, তবে মদ নয়, বাঙালি মহিলাদের বেশি পছন্দ বিড়ি সিগারেট। গোটা দেশে সর্বাধিক, এ রাজ্যের ৫৯.২ শতাংশ মহিলা তামাক খান। বাঙালি ছেলেরা আরও এগিয়ে, ৮০.৪ শতাংশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement