Delhi CM Atishi: দরজায় জোড়া তালা, গাড়িতে উঠল জিনিসপত্র, দিল্লির মুখ্যমন্ত্রীকে বাসভবন থেকে বের করে দেওয়ার অভিযোগ
Delhi Chief Minister Residence: বুধবার দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে গাড়িতে চাপিয়ে জিনিসপত্র বের করে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে।
নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়াল পদ ছেড়েছেন। কিন্তু কেন্দ্রের সঙ্গে সংঘাতে ইতি পড়েনি। বরং সদ্য দায়িত্বপ্রাপ্ত দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীর সঙ্গেও কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সংঘাত চরম আকার ধারণ করল। দু'দিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে সরকারি বাসভবনে প্রবেশ করেছিলেন অতিশী। কিন্তু বুধবার তাঁকে সেখান থেকে বেরিয়ে যেতে হল। তাঁকে সরকারি বাসভবন ছাড়তে বাধ্য করা হয়েছে বলে দাবি আম আদমি পার্টির। (Delhi CM Atishi)
বুধবার দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে গাড়িতে চাপিয়ে জিনিসপত্র বের করে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। সেই নিয়ে জল্পনার মধ্যেই ক্ষমতাসীন আম আদমি পার্টি বিষয়টি নিয়ে মুখ খুলেছে। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে দিল্লির লেফটেন্যান্ট বিনয় সাক্সেনার সংঘাত দেখা দিয়েছে। বিজেপি-র স্বার্থরক্ষা করতে তিনি উঠেপড়ে লেগেছেন বলে অভিযোগ দলের। তাঁদের দাবি, জর করে অতিশীর জিনিসপত্র সরকারি বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছে। (Delhi Chief Minister Residence)
অতিশীর দফতর থেকে এই মর্মে বিবৃতি জারি করে বলা হয়, 'দেশের ইতিহাসে এই প্রথম বার মুখ্যমন্ত্রীর বাসভবন খালি করে দেওয়া হল। বিজেপি-র হয়ে লেফটেন্যান্ট গভর্নর জোরপূর্বক মুখ্যমন্ত্রীর জিনিসপত্র বাসভবন থেকে সরিয়ে দিলেন'। বাক্সভর্তি জিনিসপত্র বাসভবন থেকে বেরিয়ে যাচ্ছে, এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।
#WATCH | Visuals from outside the residence of Delhi Chief Minister, 6-flag Staff Road, Civil Lines.
— ANI (@ANI) October 9, 2024
A team of PWD officials has reached here. Delhi CMO claims that Delhi LG got all the belongings of Chief Minister Atishi removed from the Chief Minister's residence. pic.twitter.com/L3ukGlWYLk
দিল্লি সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর বাসভবনে জোড়া তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পূর্ত দফতরের কাছে সঠিক কাগজপত্র জমা না দেওয়াতেই এমন পদক্ষেপ। যদিও লেফটেন্যান্ট গভর্নর এ নিয়ে কোনও মন্তব্য করেননি এখনও পর্যন্ত। আম আদমি পার্টির দাবি, জোর করে সরকারি বাসভবন খালি করে দেওয়া হয়েছে। বিজেপি-র আবার কাগজপত্র গরমিলের অভিযোগ তুলেছে। সেই নিয়ে এই মুহূর্তে দিল্লিতে চরমে সংঘাত।
উত্তর দিল্লির ফ্ল্যাগস্টাফ রোডের ৬ নং বাংলোটিতে সোমবারই প্রবেশ করেন অতিশী। গত ন'বছর ওই বাসভববে ছিলেন পদত্যাগী মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। কিন্তু অতিশী ওই বাসভবনে প্রবেশ করার পরই বিজেপি কাগজপত্র নিয়ে প্রশ্ন তোলে। তাদের দাবি, নতুন করে বাংলোটি বরাদ্দ করার কোনও নির্দেশ পূর্ত দফতরকে দেওয়া হয়নি। দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্ত ৬ অক্টোবরের চিঠি তুলে ধরে জানান, কেজরিওয়াল বাংলো খালি করেননি। ওঁর জিনিসপত্র এখনও পড়ে রয়েছে সেখানে। যদিও আম আদমি পার্টির দাবি, বিজেপি মিথ্যে বলছে। বাংলো আগেই খালি করে দিয়েছেন কেজরিওয়াল।
বিজেপি আরও জানায়, বেআইনি ভাবে ওই বাংলোয় উঠেছেন অতিশী। তাঁকে আগেই মথুরা রোডের AB-17 বাংলোটি দেওয়া হয়েছে। যদিও গত বছর ওই বাংলো দেওয়া হয় অতিশীকে। কেজরিওয়াল পদত্যাগ করার পর সম্প্রতি মুখ্যমন্ত্রী নিযুক্ত হন তিনি।