Recruitment News: ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে ৫২৬ পদে নিয়োগ হবে, কারা আবেদন করতে পারবেন ?
ITBP Recruitment 2024: ইন্দো তিব্বত বর্ডার পুলিশ সংস্থায় মোট ৫২৬টি পদের জন্য করা হবে এই নিয়োগ। এর মধ্যে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পদে নিয়োগ হবে ৯২ জন।
ITBP Recruitment: ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে বিপুল নিয়োগ হবে। বিভিন্ন পদের জন্য করা হবে এই নিয়োগ। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গতকাল ১৫ নভেম্বর থেকে। আইটিবিপির (ITBP Recruitment News) অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই আবেদন (Recruitment News) করা যাবে। মোট ৫২৬টি পদের জন্য লোক নেওয়া হবে এই বিভাগে। কী যোগ্যতা লাগবে, বেতন কত পাবেন, জেনে নিন বিস্তারিত।
৫২৬ পদের জন্য করা হবে আবেদন
ইন্দো তিব্বত বর্ডার পুলিশ সংস্থায় মোট ৫২৬টি পদের জন্য করা হবে এই নিয়োগ। এর মধ্যে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পদে নিয়োগ হবে ৯২ জন, কনস্টেবল কমিউনিকেশন পদে নিয়োগ হবে ৫১ জন। এই ৫২৬টি পদের মধ্যে ৪৪৭টি পদে পুরুষ প্রার্থীদের নেওয়া হবে এবং ৭৯টি পদ রয়েছে মহিলাদের জন্য।
প্রার্থীদের কী যোগ্যতা লাগবে
সাব ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। একইসঙ্গে হেড কনস্টেবল পদের জন্য প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। আর অন্যদিকে কনস্টেবল পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। যদিও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীরা বয়সসীমার ক্ষেত্রে অনেকটাই ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বললে সাব ইনস্পেক্টর পদের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বিএসসি, বিটেক বা বিসিএ ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। হেড কনস্টেবল পদের জন্য প্রার্থীকে ন্যূনতম দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে, এর সঙ্গে পিসিএম, আইটিআই ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং পাশ করা থাকলেও আবেদনের যোগ্য হবে। কনস্টেবল পদের জন্য প্রার্থীর দশম উত্তীর্ণ হলেই চলবে।
এভাবে হবে প্রার্থী নির্বাচন
ইন্দো তিব্বত বর্ডার পুলিশে চাকরির ক্ষেত্রে ৪টি ধাপে হবে নির্বাচনী প্রক্রিয়া। প্রতিটি ধাপেই পরীক্ষার্থীকে পাশ করতে হবে। এর মধ্যে রয়েছে পিইটি এবং পিএসটি পরীক্ষা আর হবে লিখিত পরীক্ষা। এরপরে প্রার্থীর নথি যাচাই এবং মেডিকেল টেস্ট হবে।
কত বেতন হবে
একেকটি পদের জন্য একেক ধরনের বেতন কাঠামো রয়েছে। সাব ইনস্পেক্টর রেঞ্জের পদের জন্য আপনি বেতন পাবেন ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত। হেড কনস্টেবল পদের জন্য বেতন রয়েছে মাসিক ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত। আর অন্যদিকে কনস্টেবল পদের জন্য বেতন রয়েছে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
আরও পড়ুন: Recruitment News: রেলটেল কর্পোরেশনে বিপুল পদে নিয়োগ, কী যোগ্যতা ? কীভাবে আবেদন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI