Golden Temple Model: নিলামে বিক্রি স্বর্ণমন্দিরের মডেল, ‘রাম দরবার’, সমালোচনায় বিদ্ধ কেন্দ্র
Narendra Modi: গত ২ অক্টোবর থেকে ডিজিটাল মাধ্যমে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের আওতায় নিলাম শুরু করেছে কেন্দ্র।
নয়াদিল্লি: উপহারস্বরূপ পাওয়া স্বর্ণমন্দিরের প্রতিরূপ নিলাম। সেই নিয়ে ফের সমালোচনার মুখে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi)। স্বর্ণমন্দিরের মডেল বিক্রি করে কেন্দ্র আসলে শিখদের পবিত্র ধর্মস্থানের অসম্মান করছে বলে অভিযোগ উঠছে। (Golden Temple Model) এই নিলাম নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রধানমন্ত্রীর পাওয়া ৯০০ উপহার নিলামে উঠছে, তাতে রয়েছে স্বর্ণমন্দিরের মডেলও
গত ২ অক্টোবর থেকে ডিজিটাল মাধ্যমে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের আওতায় নিলাম শুরু করেছে কেন্দ্র, যে প্রকল্পের আওতায় গঙ্গাকে আবারও পুনরুজ্জীবিত করার সংকল্প গৃহীত হয়েছে। তাতে প্রধানমন্ত্রীর পাওয়া উপহার সামগ্রী বিক্রি করা হচ্ছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই নিলাম চলবে। প্রধানমন্ত্রীর পাওয়া ৯০০ উপহারের মধ্যে রয়েছে পঞ্জাবের স্বর্ণমন্দিরের একটি মডেলও।
.@MinOfCultureGoI is carrying out e-auction event displaying splendid array of gifts and mementos received by PM @narendramodi. The fifth round of e- auction will conclude on 31st October. pic.twitter.com/S7Qar2rimh
— All India Radio News (@airnewsalerts) October 23, 2023
সেই নিয়েই বিতর্ক শুরু হয়েছে। শিরোমণি অকালি দলের নেতা সুখবীর সিংহ বাদল নিলামের খবরে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “পবিত্র স্বর্ণমন্দিরের প্রতীক হিসেবে, অকাল পুরখ এবং গুরু সাহিবের আশীর্বাদ-সহ ওই উপহারটি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীকে অনুরোধ, অবিলম্বে এই নিলাম বন্ধ করুন। পবিত্র এবং অমূল্য উপহারটি রাখতে অসুবিধা হলে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটিকে সেটি ফেরত দেওয়া হোক।”
নিলামে রাম দরবারও
আরও পড়ুন: Qatar Death Penalty: চরবৃত্তির অভিযোগে ধৃত, কাতারে ৮ ভারতীয়কে মৃত্যুদণ্ড
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে আয়োজন হয়েছে নিলামের, ই-নিলামে বিক্রি হচ্ছে সামগ্রী
স্বর্ণমন্দিরের প্রতিরূপ ছাড়াও উপহারস্বরূপ পাওয়া লক্ষ্মী নারায়ণ ভিট্টলের মূর্তি, রুক্মিণীর মূর্তি, রাম-লক্ষ্ণণ-সীতা ও হনুমানের পিতলের মূর্তি, গুজরাতের সূর্য মন্দিরের প্রতিরূপ, চিত্তোরগড়ের বিজয় স্তম্ভের মডেল, প্রবাদপ্রতিম শিল্পী পরেশ মাইতির আঁকা বেনারসের ঘাটের একটি চিত্রও নিলামে তোলা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই নিলামের আয়োজন হয়েছে।
প্রধানমন্ত্রী নিজেই ওই নিলামের ঘোষণা করেন। সোশ্যাল মিডিয়ায় জানান, সমস্ত উপহার ভারতের সংস্কৃতি, ঐতিহ্য এবং শৈল্পিক উত্তরাধিকার বহন করছে। কিন্তু অমূল্য ওই সমস্ত উপহার কেন নিলামে তোলা হল, সেই নিয়ে প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্র। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি কেন্দ্রীয় সরকার। কিন্তু সমালোচনা থেকে রেহাই পাচ্ছে না তারা।