এক্সপ্লোর
Advertisement
নিজের পেট চালানোই কঠিন, ১ লক্ষ ৪০ হাজার টাকা ভর্তি ব্যাগ যাত্রীকে ফেরত দিলেন অটোচালক
হাবিব সংবাদমাধ্যমকে জানান, অটো চড়ার লোকই নেই। তার মধ্যে দূরত্ববিধি মানতে গিয়ে কম লোক নিতে হচ্ছে। সারা দিনে ২০০-২৫০ টাকা আয় করতেই ঘাম ছুটে যাচ্ছে।
নয়াদিল্লি: নিজেই গলা অবধি ডুবে আছেন আর্থিক সমস্যায়। বাড়িভাড়া যোগাড় করতে, দোকান-বাজার করার টাকা ঘরে আনতে প্রাণ ওষ্ঠাগত। কিন্তু তাই বলে নিজের ন্যায়-নীতি বিসর্জন দেবেন নাকি! সেটা করতে রাজি নন হায়দরাবাদের অটোরিকশ চালক হাবিব। তাই এক যাত্রীর টাকা ভর্তি ব্যাগ পেয়েও তা ফিরিয়ে দেওয়ার আগে একবারও ভাবলেন না। ব্যাগে ছিল ১ লক্ষ ৪০ হাজার টাকা।
জানা যাচ্ছে, আয়েষা নামে এক মহিলা সিদ্দিয়াম্বের বাজার এলাকায় অটো থেকে নেমে পড়েন। তিনি একটি ব্যাগ নিয়ে উঠেছিলেন, কিন্তু নামার সময় তা সঙ্গে নিতে ভুলে যান। অটোচালক হাবিব ব্যাগটি নিয়ে কী করবেন বুঝতে না পেরে নিকটবর্তী থানায় জমা দেওয়ার মনস্থ করেন। সেখানে গিয়ে তিনি দেখেন ওই মহিলাও পৌঁছে গিয়েছেন। থানা থেকে জানানো হয়েছে, মহিলাকে আর কোনও ডায়েরি করতে হয়নি। দুজনেই পরস্পরকে দেখে চিনতে পেরে যান এবং হাবিব ব্যাগ ফেরত দিয়ে দেন আয়েষাকে। হাবিবের উপর অত্যন্ত খুশি হয়ে আয়েষা তাঁকে পাঁচ হাজার টাকা উপহার দেন। আবার থানা থেকেও শাল ও মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় হাবিবকে। হাবিব সংবাদমাধ্যমকে জানান, অটো চড়ার লোকই নেই। তার মধ্যে দূরত্ববিধি মানতে গিয়ে কম লোক নিতে হচ্ছে। সারা দিনে ২০০-২৫০ টাকা আয় করতেই ঘাম ছুটে যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতেও নিজের মানবিকতাকে, নীতিবোধকে জলাঞ্জলি না দেওয়ার যে নজির গড়লেন তার ভূয়সী প্রশংসা করেছেন উপস্থিত মানুষজন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement