এক্সপ্লোর
Advertisement
গর্ভাবস্থায় শিশুদের দেওয়া হবে ‘সংস্কারী শিক্ষা’, অওধ বিশ্ববিদ্যালয়ে হবে কোর্স
এবার জেনে নেওয়া যাক কীভাবে দেওয়া হবে শিক্ষা। এস এন শুক্লা বলেছেন, রামায়ণ, মহাভারত পড়ানোর পাশাপাশি কোনও ধরনের প্রতিযোগিতার প্রস্তুতির ব্যাপারে তাঁদের পড়ানো হবে। পরিবেশ এমনভাবে তৈরি করা হবে যাতে গর্ভস্থ শিশুর মধ্যে তার প্রভাব পড়ে।
লখনউ: অভিমন্যু চক্রব্যুহে কী করে ঢুকতে হয় মায়ের গর্ভে থেকে শিখেছিলেন। কিন্তু মা ঘুমিয়ে পড়ায় ব্যুহ থেকে বার হওয়ার পন্থা শিখে উঠতে পারেননি তিনি। মহাভারতের অভিমন্যুর এই কাহিনী এবার বাস্তব করতে এগিয়ে এল উত্তর প্রদেশের ফৈজাবাদের অওধ বিশ্ববিদ্যালয়। গর্ভে থাকা শিশুদের সংস্কার শিক্ষা দিতে একটি কোর্স চালু করছে তারা।
বিশ্ববিদ্যালয়ের যোগ বিভাগে চালু হচ্ছে এই কোর্স। কোর্সে অন্তঃসত্ত্বা মহিলাদের সাংস্কৃতিক ও সংস্কারী শিক্ষা দিয়ে তাঁদের গর্ভে বেড়ে ওঠা সন্তানদের সংস্কার শেখানো হবে। বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, আমরা শিশুদের তেমনই তৈরি করব যেমন সংস্কার তাদের দেব। যদি তাদের শুভ সংস্কার দিতে হয় তবে আশপাশের পরিবেশ তেমন রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এন শুক্লা জানিয়েছেন, কোর্স হবে ৩ মাসের, গর্ভবতীরাই শুধু এতে ভর্তি হতে পারবেন।
এবার জেনে নেওয়া যাক কীভাবে দেওয়া হবে শিক্ষা। এস এন শুক্লা বলেছেন, রামায়ণ, মহাভারত পড়ানোর পাশাপাশি কোনও ধরনের প্রতিযোগিতার প্রস্তুতির ব্যাপারে তাঁদের পড়ানো হবে। পরিবেশ এমনভাবে তৈরি করা হবে যাতে গর্ভস্থ শিশুর মধ্যে তার প্রভাব পড়ে। স্থানীয় জেলা মহিলা হাসপাতালের চিকিৎসক বন্দনা সিংহও জানিয়েছেন, গর্ভবতী মা যেমন কাজকর্মে জড়িত থাকেন তার প্রভাব গর্ভের শিশুর ওপর পড়ে। যদি মা মানসিক চাপে থাকেন তাহলে শিশুও সারাক্ষণ চাপে থাকে। যদি আশপাশে ধর্মীয় বা আনন্দের পরিবেশ হয়, শিশুও তাহলে সারাক্ষণ খুশি থাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement