এক্সপ্লোর
Advertisement
দেশে ক্রমেই বাড়ছে অপরাধ, ২০১৮ সালে দৈনিক গড়ে ৯১টি ধর্ষণ: এনসিআরবি
হায়দরাবাদ থেকে উন্নাও, কামদুনি থেকে কোয়েমবত্তুর – হাজারো প্রতিবাদ, মোমবাতি মিছিল যে আদতে সমাজে তেমনভাবে কোনও প্রভাবই ফেলতে পারেনি, তা প্রমান করল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট।
নয়াদিল্লি: ২০১২। নির্ভয়াকাণ্ডের নৃশংসতা নড়িয়ে দিয়েছিল সারা দেশকে। দোষীদের চরম শাস্তির দাবিতে সোচ্চার হয়েছিল সারা দেশ। নির্ভয়ার অপরাধীরা এখনও জীবিত! এরই মধ্যে গড়িয়ে গিয়েছে ৭টি বছর। ধর্ষণ-খুনের ঘটনা কমেনি তো মোটেই, প্রায় প্রতিদিনই উঠে আসছে নারী নির্যাতনের নানা ভয়ঙ্কর ঘটনার খবর। হায়দরাবাদ থেকে উন্নাও, কামদুনি থেকে কোয়েমবত্তুর – হাজারো প্রতিবাদ, মোমবাতি মিছিল যে আদতে সমাজে তেমনভাবে কোনও প্রভাবই ফেলতে পারেনি, তা প্রমান করল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট।
তথ্য বলছে, ২০১৮য় দেশে প্রতিদিন গড়ে ৯১টি ধর্ষণের ঘটনা ঘটেছে। খুন হয়েছে গড়ে ৮০টি। অপহরণের ঘটনা প্রতিদিন ঘটেছে গড়ে ২৮৯টি। ২০১৮য় সারাদেশে ৫০,৭৪,৬৩৪টি ধর্তব্যযোগ্য অপরাধ সংগঠিত হয়েছে, যা কিনা ২০১৭র থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।
খুন বা অপহরণের ঘটনাও আগের বছরের থেকে বেড়েছে ২০১৮য়। তথ্য বলছে, ব্যক্তিগত আক্রোশ, বিবাদের জেরেই বেশির ভাগ খুনের ঘটনা ঘটেছে।
অপহরণের সংখ্যাও গত ২-৩ বছরে বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ২০১৭র তুলনা ১০.৩ শতাংশ বেশি অপহরণের ঘটনা ঘটেছে।
২০১৮য় মহিলাঘটিত অপরাধের সংখ্যা খাতায়কলমে ৩,৭৮,২৭৭। ২০১৭য় এই সংখ্যাটা ছিল ৩,৫৯,৮৪৯। বোঝাই যাচ্ছে সংখ্যাটা বেড়েছে এক্ষেত্রেও। ২০১৮য় দেশে মোট ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছিল ৩৩ হাজারের কিছু বেশি। ২০১৭য় সংখ্যাটা ছিল কিছুটা কম। তবে ২০১৬য় এ-দেশে নথিভুক্ত হওয়া ধর্ষণের ঘটনাই ছিল ৩৯ হাজারের কাছাকাছি। এই পরিসংখ্যান দেশবাসীকে যে খুব একটা স্বস্তিতে রাখবে না তা বলাই বাহুল্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement