(Source: ECI/ABP News/ABP Majha)
Ayodhya Ram Mandir: আলো আর ফুলের মালায় সেজেছে রাম জন্মভূমি, উৎসবমুখর অযোধ্যা; ভিড় বাড়ছে বাঙালিদেরও
Ram Temple Consecration Ceremony : রাম-ভক্তরা কী খাবেন ? অযোধ্যায় এখন খাবারের চড়া দাম। তাই সাধারণ মানুষের জন্য অযোধ্যায় রাস্তার মোড়ে মোড়ে তৈরি হয়েছে লঙ্গরখানা।
উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও সঞ্চয়ন মিত্র, অযোধ্যা : মাঝে আর একটা মাত্র দিন। তারপরই অযোধ্যায় রামলালার প্রাণ-প্রতিষ্ঠা। রাম মন্দিরের উদ্বোধন। উৎসবমুখর অযোধ্যা। আলো আর ফুলের মালায় সেজেছে রাম জন্মভূমি।
ফুলে আর আলোয় সেজে উঠেছে অযোধ্যা। সোমবার রামলালার প্রাণ-প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। তার আগে সেজে উঠেছে ধর্মপথ । শুধু অযোধ্যা নয়, দেশজুড়ে উৎসাহ, উন্মাদনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রামভক্ত ও পুণ্যার্থীরা আসছেন রামজন্মভূমিতে। মন্দির উদ্বোধন ঘিরে মহারাষ্ট্রের নাগপুরে উন্মাদনা। নেচে-গেয়ে রাম ভজনায় মাতল স্কুল পড়ুয়ারা।
এরাজ্য থেকেও উৎসাহ-উদ্দীপনা গিয়ে পৌঁছেছে রাম জন্মভূমিতে। কারও বাড়ি দত্তপুকুর, কারও বাড়ি কল্যাণী। রামভূমে ভিড় বাড়ছে বাঙালিদেরও। পৌঁছে গেছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখতে, কিন্তু কোথায় থাকবেন জানেন না, তাতে কী? অযোধ্য়া এখন রামময়। উত্তরবঙ্গ থেকেও অনেকে এসেছেন রামের শহরে। অযোধ্যা এখন হয়ে উঠেছে ভক্তদের সেলফি জোন। সরযূ নদীর তীরে গদা কাঁধে নিয়ে চলছে সেলফি তোলা। রামলালার জন্য কর্ণাটক থেকে লাড্ডু এসেছে। কিন্তু রাম-ভক্তরা কী খাবেন ? অযোধ্যায় এখন খাবারের চড়া দাম। তাই সাধারণ মানুষের জন্য অযোধ্যায় রাস্তার মোড়ে মোড়ে তৈরি হয়েছে লঙ্গরখানা।
রাম মন্দির উদ্বোধনের দিন ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। ২২ জানুয়ারি সারা দেশে তাদের সমস্ত অফিসে ছুটি ঘোষণা করেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। দিল্লির সরকার জানিয়েছে, সোমবার রাজধানীর সব সরকারি অফিস বন্ধ থাকবে দুপুর আড়াইটে পর্যন্ত।
দিল্লি বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটেয় খুলবে দিল্লির দুই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। দিল্লি ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কেন্দ্র, অফিসও ওই দিন অর্ধ দিবস বন্ধ থাকবে। শুধু তাই নয়, রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে সোমবার বন্ধ থাকবে বম্বে স্টক এক্সচেঞ্জ। তার বদলে শনিবার খোলা থেকেছে বাজার।
প্রসঙ্গত, অস্থায়ী রাম মন্দির থেকে রামলালাকে নিয়ে যাওয়া হয়েছে নব নির্মিত মন্দিরে। নতুন মন্দিরে রামলালার নব নির্মিত কৃষ্ণশিলা মূর্তিতে ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ২২ তারিখ উদ্বোধনের পর মঙ্গলবার থেকে নবনির্মিত রাম মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
আরও পড়ুন ; ৫০০ বছরের শপথ শেষ, রাম মন্দিরে প্রাণ-প্রতিষ্ঠার আগে পাগড়ি পরলেন সূর্যবংশী ঠাকুররা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে