এক্সপ্লোর
Advertisement
বালিকা বধূ-র ছোট্ট আনন্দী ওরফে আভিকা গোরকে মনে আছে? ১৩ কেজি ওজন কমিয়েছে সে, শুনুন তার গল্প
আভিকা আর ছোট নেই, ২৩ বছর বয়স তার।
মুম্বই: বালিকা বধূ-তে ছোট্ট মেয়ে আনন্দীর ভূমিকায় সকলের মন জয় করেছিল সে। সেই আভিকা গোর এখন দিব্যি বড়। কিন্তু ওজন কমছিল না কিছুতেই। এবার কয়েক মাসের মধ্যে ১৩ কেজি ওজন ঝরিয়েছে সে।
আভিকা আর ছোট নেই, ২৩ বছর বয়স তার। সে ইনস্টাগ্রামে লিখেছে, গত বছর এক রাতে আয়নায় নিজেকে দেখে কেঁদে ফেলেছিলাম। কী বিশাল হাত পা, পেট। যদি থাইরয়েড, পিসিওডির মত রোগে ভুগে এ সব হত, কিছু ভাবতাম না। কিন্তু শুধু আমি ইচ্ছেমত খেয়ে খেয়ে এটা করেছি। কোনওদিন ব্যায়াম করিনি। শরীরের যত্ন নেওয়া উচিত, আমি কোনওদিন সম্মান করিনি তাকে।
নিজের চেহারা আমার এত অপছন্দ হয়েছিল, যে ইচ্ছেমত নাচতেও পারতাম না। শুধু মনে হত, এখন আমাকে কেমন দেখাচ্ছে। সারাক্ষণ নিজের বিচার করতাম আর মনোকষ্টে ভুগতাম। এই নিরাপত্তাহীনতা আমাকে ক্লান্ত, বিরক্ত করে তুলেছিল। প্রিয়জনদের সঙ্গে দুর্ব্যবহার করতাম যখন তখন।
আভিকা জানিয়েছে, এরপর একদিন সে ঠিক করে, যথেষ্ট হয়েছে। বুঝতে পারে, একদিনে কিছু পাল্টাবে না। স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করে, ব্যায়াম শুরু করে। অনেক সমস্যা হয়েছিল কিন্তু সে থামেনি। আপনজনেরাও পাশে ছিলেন সারাক্ষণ। এরপর একদিন সকালে আয়নার দিকে তাকিয়ে তার আর পালিয়ে যাওয়ার ইচ্ছে করেনি। ... যা করা সম্ভব নয়, তা ভেবে লাভ কী। বরং যা আমরা করতে পারি, তাই চেষ্টা করে দেখি। লিখেছে আভিকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement