এক্সপ্লোর
Advertisement
ত্রাণ দিতে বাধা দেওয়ার অভিযোগ বালুরঘাটের বিজেপি সাংসদকে
পুলিশ সূত্রে দাবি, কোথাও সাংসদ গেলে লকডাউন অমান্য করে ভিড় হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণেই তাঁকে যেতে নিষেধ করা হয়েছে।
বালুরঘাট: এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে ত্রাণ বিলিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। তিনি এ নিয়ে ফোনে কথা বলেন রাজ্য়পাল জগদীপ ধনকড়ের সঙ্গে। তৃণমূলের অবশ্য দাবি, সাংসদের উচিত ছিল আগে জেলা প্রশাসনের অনুমতি নেওয়া।
বিজেপি সূত্রে খবর, আজ সকালে হিলিতে ভারত-বাংলাদেশ সীমান্তে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন সুকান্তবাবু। তাঁর উদ্দেশ্য ছিল, ওই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা। কিন্তু বেলা দশটা নাগাদ পুলিশ তাঁকে বালুরঘাটের মঙ্গলপুর ডিএভি স্কুলের সামনে আটকে দেয়। সুকান্ত সেখানেই দাঁড়িয়ে পড়েন। এরপর তাঁর সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিজেপি সাংসদের দাবি, রাজনৈতিক কারণেই তাঁকে বাধা দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে দাবি, কোথাও সাংসদ গেলে লকডাউন অমান্য করে ভিড় হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণেই তাঁকে যেতে নিষেধ করা হয়েছে। তৃণমূলের দক্ষিণ দিনাজপুরের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ বলেছেন, সুকান্তবাবুর উচিত ছিল আগে জেলা প্রশাসনের অনুমতি নেওয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement