Seikh Hasina : আজকের রায়ে মৃত্যুদণ্ডও হতে পারে হাসিনার? আগেই এই বিশেষ বার্তা দিলেন মুজিব-কন্যা
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থকদল রায়ের একদিন আগে দেশজুড়ে ‘লক ডাউন’- কর্মসূচির ডাক দিয়েছে। সেই সঙ্গে চলছে মশাল হাতে মিছিল, প্রতিবাদ, অশান্তি, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ।

সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়দান। সাজা ঘোষণা করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। আওয়ামী লিগের বিক্ষোভে বাংলাদেশে পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ। হাসিনার বিরুদ্ধে রয়েছে ৫ টি মারাত্মক অভিযোগ। সেগুলির ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায় সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবে।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থকদল রায়ের একদিন আগে দেশজুড়ে ‘লক ডাউন’- কর্মসূচির ডাক দিয়েছে। সেই সঙ্গে চলছে মশাল হাতে মিছিল, প্রতিবাদ, অশান্তি, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ। এই পরিস্থিতিতে সারা দেশে হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন।
এরই মধ্যে শেখ হাসিনার একটি অডিও বার্তা সামনে এসেছে, যেখানে তিনি সমর্থকদের রাস্তায় নেমে আন্দোলন আরও জোরদার করার ডাক দিয়েছেন। এর পরে তাদের আর আটকানো যায়নি। শাসনে ঘিরে ফেললেও প্রতিবাদের আগুন ছড়িয়েছে। হাসিনার অডিও বার্তা আসার কিছুক্ষণ পরেই ঢাকায় বোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়। রবিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাড়ির বাইরে দুটি বিস্ফোরণ ঘটে, এবং আরও একটি বিস্ফোরণ কারওয়ান বাজার এলাকায় হয়। স্বস্তির বিষয় হল, এতে কেউ মারা যায়নি।
হাসিনা কী বার্তা দিয়েছেন?
হাসিনা একটি অ বার্তায় বলেন , "ওদের রায় দিতে দাও। আমার কিছু যায় আসে না। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আল্লাহ তা কেড়ে নেবেন, কিন্তু আমি আমার দেশের মানুষের জন্য কাজ করে যাব। আমি আমার বাবা-মা, ভাইবোনদের হারিয়েছি এবং ওরা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে"
হিংসা দেখালেই গুলি চালানোর নির্দেশ
গোলমাল থামাতে ঢাকা পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে, কেউ পুলিশের উপর হামলা করলে বা হিংসা ছড়ালে তার বিরুদ্ধে গুলি চালানো যেতে পারে। রায় ঘোষণার আগে ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে কী কী অভিযোগ?
শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার আমলের পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, গত বছর জুলাই-অগাস্টে ছাত্র আন্দোলনের সময় তাঁরা এমন পদক্ষেপ নিয়েছিলেন, যার ফলে দেশ জুড়ে হিংসা বাড়ে। মানুষ খুন হয়। যা মানবতার বিরুদ্ধে একটি সংঘটিত অপরাধ। এই মামলার শুনানি ২৩ অক্টোবর শেষ হয়েছিল এবং আজ তারই সাজা ঘোষণা। যদিও শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা সমবকটি অভিযোগকে মিথ্যা বলেছেন।






















