Bangladesh News : বাড়িতেই খুন চিন্ময়কৃষ্ণর ঘনিষ্ঠর মা, নৃশংস খুনের পর গলা থেকে খোলা হল তুলসিমালা !
ক্ষতবিক্ষত ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা। মাথা-সহ গোটা দেহে রয়েছে একাধিক কোপানোর চিহ্ন। চারিদিক ভেসে যাচ্ছে রক্তে।
ঐশী মুখোপাধ্য়ায়, কলকাতা : দেশের মাটিতে ক্রমাগত রক্তপাত, অশান্তি। আন্তর্জাতিক মহল থেকে চাপ। নোবেন শান্তি পুরস্কার বিজয়ীর নোবেল ফিরিয়ে নেওয়ার আর্জি, এতকিছুর পরও বাংলাদেশে নিভছে না ঘৃণার আগুন। হিন্দু নিপীড়ন চলছেই। চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার, তাঁর আইনজীবীকে মারধর, হিন্দু মহিলা সাংবাদিককে হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপককে প্রহার, হিন্দুদের ঘর-বাড়িতে আগুন, মন্দিরে ভাঙচুরের পর, এবার এক হিন্দু গৃহবধূর খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি।
বৃহস্পতিবার খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে নৃশংসভাবে খুন করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের এক ঘনিষ্ঠের মা-কে। ভয়েজ অফ হিন্দুর পোস্ট করা এই ছবিতে দেখা যাচ্ছে, ক্ষতবিক্ষত ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা। মাথা-সহ গোটা দেহে রয়েছে একাধিক কোপানোর চিহ্ন। চারিদিক ভেসে যাচ্ছে রক্তে। অভিযোগ, খুনের পর মৃতের গলা থেকে খুলে দেওয়া হয় তুলসীবীজের মালা। নিহত মহিলার নাম চুমকিরানি দাস। তাঁর আরও একটি পরিচয় হল, তিনি খাগড়াছড়ির সনাতন জাগরণ মঞ্চের অন্যতম আহ্বায়ক প্রান্ত দাসের মা।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই প্রান্ত দাস ধৃত ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ। বৃহস্পতিবার রাত নটা নাগাদ এই ঘটনাটি ঘটে। পরিবারের দাবি, সেইসময় কেউ বাড়িতে ছিলেন না। বন্ধুর সঙ্গে বাড়ির বাইরে গেছিলেন নিহতের ছেলে প্রান্ত। আর সেই সুযোগেই বাড়িতে ঢুকে হামলা চালায় কট্টরপন্থীরা। খুনের পর বাড়ি থেকে টাকাপয়সা, সোনার গয়না লুঠ করে নেওয়া হয় বলে অভিযোগ।
নিহত হিন্দু মহিলার ছেলের দাবি, কয়েদিন ধরেই তাঁকে টার্গেট করেছিলেন কট্টরপন্থীরা। সোশাল মিডিয়ায় তাঁকে হুঁশিয়ারি দিয়ে একের পর এক পোস্ট করা হচ্ছিল। এরপরই খুন হলেন তাঁ মা।
এরইমধ্য়ে বৃহস্পতিবার রাতে ভাঙচুর চালানো হয় নেত্রকোনার নসিবপুর গ্রামের কালী মন্দিরে। শুক্রবার সকালে সবার নজরে পড়ে বিগ্রহ ভাঙা। মন্দিরের ভিতরে আগুনও লাগানো হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে তদন্তের দাবি করেছেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্ঞানেশ সরকার। আর একদিকে যখন বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্য়াচার চলছে, চরমে উঠছে ভারত বিদ্বেষ। তখন ইঙ্গিতপূর্ণভাবে আরও কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান! যে পাকিস্তানি সেনার অত্য়াচারের হাত থেকে পূর্ব পাকিস্তানের নাগরিকদের রেহাই দিতে যুদ্ধে ঝাঁপিয়েছিল ভারত, ইন্দিরা গান্ধীর হাত ধরে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের, সেই বাংলাদেশই আজ পাকিস্তানকে কাছে টানছে!
একদিকে যখন পাকিস্তানকে কাছে টানতে সে দেশের নাগরকিদের ভিসা পাওয়া সহজ করল ইউনূস সরকার...তখন সূত্রের দাবি, ভারতের বিরুদ্ধে অবস্থান আরও কড়া করে, ভারতীয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি বাড়াচ্ছে বাংলাদেশ। দু দেশের মধ্য়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা দেওয়া নিয়ন্ত্রণ করতে শুরু করেছে ইউনূস সরকার। এর কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, সূত্রের দাবি, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ভারতীয়দের ঢালাও ভিসা দেওয়া থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকর করা শুরুও হয়ে গেছে বলে সূত্রের দাবি। স্বাধীনতার পর প্রথমবার ভারতের ক্ষেত্রে এমন কড়া পদক্ষেপ করছে বাংলাদেশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে