Bangladesh News: ঢাকার সচিবালয়ে বিধ্বংসী আগুন, অগ্নিকাণ্ডের কারণ নিয়ে দানা বাঁধছে রহস্য
Dhaka Secretariat: বাংলাদেশের সচিবালয়, যা ঢাকায় অবস্থিত সেখানকার ৭ নম্বর বিল্ডিংয়ের ৬ তলায় আগুন লাগে। ৬ তলা থেকে আগুন ক্রমশ উপরের দিকে উঠে ৭ এবং ৮ তলায় ছড়িয়ে পড়ে।
অর্ণব মুখোপাধ্যায় : ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন। ডেইলি স্টার সূত্রে খবর, আগুন নেভানোর লড়াইয়ে দমকলের ১৮ টি ইঞ্জিন। প্রথম আলো সূত্রে খবর, গতকাল রাত ১.৫২ নাগাদ আগুন লাগার খবর আসে দমকলের কাছে। যদিও এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার পিছনে কোনও চক্রান্ত রয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। আশঙ্কা, আগুন লাগিয়ে বাংলাদেশের জেলছুট বন্দিদের তথ্য় লোপাটের চেষ্টা করা হয়নি তো? অগ্নিকাণ্ডের জেরে বহু নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। সচিবালয়ের ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট এবং লোকাল ডিপার্টমেন্টে আগুন লেগেছিল। এরকম সুরক্ষিত জায়গায় কীভাবে আগুন লাগল এবং এতক্ষণ ধরে আগুন জ্বলতে থাকল, নিয়ন্ত্রণে এল না তা নিয়ে উঠছে প্রশ্ন। বিল্ডিংয়ের দু'দিকে আগুন লেগেছিল। এরকম কীভাবে হতে পারে? তা নিয়েও উঠছে প্রশ্ন। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে এভাবে সরকারি দফতরে আগুন লাগার ঘটনায় সন্দেহ প্রকাশ করছে বিভিন্ন মহল।
বাংলাদেশের সচিবালয়, যা ঢাকায় অবস্থিত সেখানকার ৭ নম্বর বিল্ডিংয়ের ৬ তলায় আগুন লাগে। রাত ১.৫২ মিনিটে আগুন লাগে। তখনই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ১.৫৪ মিনিটে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। কিন্তু রাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বরং আজ সকাল ৮টা পর্যন্ত আগুন জ্বলেছে। জানা গিয়েছে, সচিবালয়ের ৬ তলা থেকে আগুন ক্রমশ উপরের দিকে উঠে ৭ এবং ৮ তলায় ছড়িয়ে পড়ে। হঠাৎ করে আগুন লাগল কেন তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন? সূত্রের খবর, সচিবালয়ের ভিতরই দমকলের গাড়ি থাকার কথা। তাহলে রাতেই কেন আগুন নিয়ন্ত্রণে এল না? সারা রাত আগুন জ্বলল, অনেকটা অংশ ছড়িয়ে পড়ল, এমনকি সকাল পর্যন্ত আগুন কীভাবে জ্বলল নিয়ন্ত্রণে এল না, তা নিয়েই দানা বাঁধছে সন্দেহ।
প্রশ্ন উঠছে তাহলে কি সচিবালয়ের ভিতরে থাকা কোনও তথ্য নষ্ট করতেই এই আগুন ইচ্ছাকৃত ভাবে লাগানো হয়েছে? বাংলাদেশের জেল থেকে বিভিন্ন কুখ্যাত অপরাধীদের ছাড়া হয়েছে এই তথ্য আগেই প্রকাশ্যে এসেছে। সচিবালয়ে এভাবে আচমকা আগুন লাগার ফলে প্রশ্ন উঠছে ওই অপরাধীদের কোনও তথ্য কি তাহলে এখানে সুরক্ষিত ছিল, যা নষ্ট করতেই আগুন লাগানো হয়েছে? নাকি এখানে ছিল অন্য কোনও গুরত্বপূর্ণ তথ্য যা নষ্ট করার পরিকল্পনা ছিল? এইসব প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। সেই সঙ্গে উঁকি দিচ্ছে নাশকতার ছকও।
জানা গিয়েছে, এই ঘটনার তদন্ত করার জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনতেই বা এত সময় কেন লাগল, যেখানে ঘটনাস্থলেই থাকে দমকলের গাড়ি, এই নিয়েও রহস্য তৈরি হয়েছে। এই সমস্ত বিষয় খুঁটিয়ে দেখে তদন্ত করবে ওই কমিটি। অন্যদিকে জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে।