Bangladesh Unrest: ফের অশান্ত বাংলাদেশ, ভারতীয় দূতাবাসের বাইরে তাণ্ডব! ওসমান হাদির মৃত্যুতে পাথরবৃষ্টি-আগুন একাধিক এলাকায়
বাংলাদেশের বর্তমান নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা মাথায় রেখে আজ রাজশাহি এবং খুলনায় অবস্থিত দুটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারত সরকার

ঢাকা: ফের অশান্ত বাংলাদেশ, রাস্তায় তাণ্ডব, পাথরবৃষ্টি, আগুন। ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ, পাথরবৃষ্টি। বাংলাদেশের ২ সংবাদমাধ্যম অফিসে আগুন। সংবাদমাধ্যম অফিসে ঢুকে ভাঙচুর চলে। ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন শহরেও রাতভর তাণ্ডব চলে। হাসিনা-বিরোধী ছাত্র নেতার মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে উত্তেজনা ছড়ায়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন মহম্মদ ইউনুস। শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে জানিয়েছেন তিনি। ওইদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানানো হয়েছে। দেশের প্রতিটি মসজিদে ওসমান হাদির জন্য প্রার্থনা করা হবে কাল। ১২ ডিসেম্বর বাংলাদেশে গুলিবিদ্ধ হন হাদি। আওয়ামি লিগ ও ভারত বিরোধী বক্তব্যের জন্য সম্প্রতি প্রচারে এসেছিলেন তিনি।
বাংলাদেশের বর্তমান নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা মাথায় রেখে আজ রাজশাহি এবং খুলনায় অবস্থিত দুটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারত সরকার। রাজশাহিতে প্রতিবাদীরা ভারতীয় হাই কমিশনের দিকে এগোতে শুরু করলে ব্যারিকেড করে বাধা দেয় পুলিশ। দু'পক্ষের মধ্যে উত্তজেনা ছড়ায়।
সম্প্রতি বাংলাদেশে ভারতীয় স্বার্থ এবং কূটনৈতিক মিশনগুলিকে ঘিরে একাধিক উদ্বেগজনক ঘটনার কথা সামনে এসেছে। তারই প্রেক্ষিতে কয়েক দিন আগে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করে কড়া কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছিল ভারত।
ইউনুস সরকারের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্রলিগের এক কর্মী হাদির মাথায় গুলি করেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই ঢাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। শাহবাগে কয়েক হাজার মানুষের জমায়েত হয়।
মাদ্রাসার শিক্ষক বাবার সন্তান হাদি নেছারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন। সেখান থেকে স্নাতকোত্তর শেষ করে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে লড়ার কথা ছিল হাদির।






















