Chinmoy Krishna Das Bail: চিন্ময় প্রভুর জামিনে স্থগিতাদেশ বাংলাদেশের সুপ্রিম কোর্টের
Bangladesh News: বাংলাদেশের সুপ্রিম কোর্টের 'আপিল বিভাগ'- এর বিচারপতি রেজাউল হক চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনে স্থগিতাদেশ দিয়েছেন।

Chinmoy Krishna Das Bail: জামিন দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশেই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ঘটনাস্থল বাংলাদেশ। বুধবারই বাংলাদেশের হাই কোর্ট থেকে জামিন পেয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। তবে দিনের বেলায় জামিন পেলেও সন্ধ্যায় তাঁর জামিনের আদেশে স্থগিতাদেশ দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের 'আপিল বিভাগ'। এ যেন ন্যায়বিচার নিয়ে পরিহাস চলছে। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর আজ জামিন পেয়েছিলেন চিন্ময় প্রভু। তবে ফের তাঁর জামিনের নির্দেশে স্থগিতাদেশ জারি হওয়ায় চিন্ময় কৃষ্ণ দাসকে আবার জেলবন্দি হতে হবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।
ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস বা চিন্ময় কুমার ধরের জন্য এর আগেও একাধিকবার জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু জামিন পাওয়া যায়নি। উল্টে আদালত চত্বরে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চিন্ময় প্রভুর হয়ে লড়েছিলেন যে আইনজীবীরা, তাঁরা নিগৃহীত হয়েছিল মারাত্মক ভাবে। প্রায় ছয় মাসের কাছাকাছি সময় ধরে জেলবন্দি ছিলেন চিন্ময় প্রভু। তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা বলে জামিনের আবেদন করলেও বাংলাদেশের আদালত জামিন মঞ্জুর করেনি। তবে অবশেষে ৩০ এপ্রিল, ২০২৫, বুধবার জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু সেটাও ক্ষণিকের জন্য।
বাংলাদেশের সুপ্রিম কোর্টের 'আপিল বিভাগ'- এর বিচারপতি রেজাউল হক চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনে স্থগিতাদেশ দিয়েছেন। বাংলাদেশের হাই কোর্ট চিন্ময় প্রভুকে জামিন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি আবেদন করেছিল 'স্টেট কাউন্সিল' সেই আপিল শোনার পরই চিন্ময় প্রভুর জামিনের আবেদনে স্থগিতাদেশ দেওয়ার সিদ্ধান্ত নেন বিচারপতি রেজাউল হক। জানা গিয়েছে, নতুন যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তার পূর্ণ বিবরণ প্রকাশ্যে আসা না পর্যন্ত এবং আপিলের পুনরায় অনুমতি না পাওয়া পর্যন্ত চিন্ময় প্রভুর জামিনের আবেদনে স্থগিতাদেশ বহাল থাকবে।
অন্যদিকে বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার এই বিষয়ে একটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছর ২৫ নভেম্বর গ্রেফতার হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল গুরুতর। অভিযোগ উঠেছিল চট্টগ্রামের একটি মিছিলে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছেন তিনি। চিন্ময় প্রভুর গ্রেফতারের পর বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল ক্ষোভের আগুন। তাঁর মুক্তির জন্য গলা তুলেছিলেন বিভিন্ন দেশের মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য, ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। চট্টগ্রাম আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করার পর জেলে পাঠানো হয় চিন্ময় প্রভুকে। এরপর গত বছর ১১ ডিসেম্বরও তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
তথ্যসূত্র- আইএএনএস






















