Bappi Lahiri Passes Away: চোখের জলে বিদায় জানাল মুম্বই, চিতায় অগ্নিসংযোগ করলেন পুত্র
Remembering Bappi Lahiri: ১৯৭৫ সালে হিন্দি ছবি জখমি দিয়ে কেরিয়ার শুরু। এরপর ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে জনপ্রিয় হয়ে ওঠেন বাপি লাহিড়ি।

Background
কলকাতা: প্রয়াত সঙ্গীত শিল্পী-সুরকার বাপি লাহিড়ি (Bappi Lahiri)। বয়স হয়েছিল ৬৯ বছর। গতকাল রাত ১১টা নাগাদ মুম্বইয়ের (Mumbai) জুহুর (Juhu) একটি নার্সিংহোমে জীবনাবসান।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে (Jalpaiguri) জন্ম বাপি লাহিড়ির। আসল নাম অলকেশ লাহিড়ি। কিন্তু পরিচিত হন বাপি লাহিড়ি নামে। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’ জনেই ছিলেন গানের জগতের মানুষ। কিশোর কুমার (Kushar Kumar) সম্পর্কে বাপির মামা। ফলে ছোট থেকে সাঙ্গীতিক পরিবেশে বড় হয়েছেন বাপি লাহিড়ি।
শুরুটা ৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে। ১৯৭৫ সালে হিন্দি ছবি জখমি দিয়ে কেরিয়ার শুরু। এরপর ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে জনপ্রিয় হয়ে ওঠেন বাপি লাহিড়ি। একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং। ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’, ‘হিম্মতওয়ালা’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, ‘সত্যমেব জয়তে’, ‘কম্যান্ডো’, ‘শোলা অউর শবনম’-এর মতো ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য। বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’-সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন।
গায়কীর নিজস্বতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল।
সোনার গয়না পরার ঝোঁক ছিল বাপি লাহিড়ির। গানের পাশাপাশি রাজনীতিতেও উত্সাহী ছিলেন। ২০১৪-য় শ্রীরামপুর লোকসভায় বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান।
গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
Bappi Lahiri Dies : বলেছিলাম মাছের ঝোল খাব...খুব খুশি হয়েছিল, বললেন দালের মেহেন্দি
বাপি লাহিড়ির জুহুর বাড়িতে গিয়ে মাছের ঝোল খেতে চেয়েছিলেন। বিদায় বেলায় ডলের মেহেন্দির স্মৃতিতে উঠে আসছে সে’সব দিনের কথা। সঙ্গীত শিল্পী দালের মেহেন্দি জানালেন, ' খুব মাটির মানুষ ছিলেন...ডাউন টু আর্থ। বলেছিলাম মাছের ঝোল খাব...খুব খুশি হয়েছিলেন'
Bapi Lahiri Passes Away : বাপি লাহিড়ির মুখাগ্নি সম্পন্ন
কভি আলবিদা না কহেনা...। এই গানের সুরস্রষ্টাকে চোখের জলে বিদায় জানাল মুম্বই। চিতায় অগ্নিসংযোগ করলেন পুত্র






















