এক্সপ্লোর
Advertisement
সারা রাত কনেবাড়ি খুঁজে খুঁজে হয়রান বরযাত্রীরা, বাড়ি ফিরে গেল বিয়ে না করেই
অথচ তথাকথিত কনে বিয়ের গোছগাছের কথা বলে তাঁদের কাছ থেকে কুড়িহাজার টাকা হাতিয়ে নেয়।
লখনউ: যাকে বলে কেলেঙ্কারি।
উত্তর প্রদেশের মাউ এলাকায় কনেবাড়ির ঠিকানা খুঁজে খুঁজে হয়রান বরযাত্রীরা অবশেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গেলেন। তাঁদের অভিযোগ, কনের আত্মীয়রা যে ঠিকানা দিয়েছিল তার অস্তিত্বই নেই, মেয়েটা আদৌ আছে কিনা তাও বোঝা যাচ্ছে না।
১০ তারিখ এই ঘটনা ঘটেছে। শীতের রাতে বন্ধুবান্ধব নিয়ে শোভাযাত্রা করে আজমগড় থেকে মাউ এসেছিলেন হবু বর। তারপর গোটা শহর ধরে কনের বাড়ি খুঁজলেন কিন্তু কোথায় কী! এমন কোনও ঠিকানাই নেই। শেষমেষ রাগে গনগন করতে করতে আজমগড় ফিরে যান তাঁরা। শীতের কুয়াশায় কনেটা কোথায় লুকিয়ে পড়ল কে জানে!
বরের বাড়ি আজমগড়ের কোতয়ালি এলাকার কাঁসিরাম কলোনিতে। যে ঘটক মহিলা সম্বন্ধ এনেছিলেন তাঁকে যাচ্ছেতাই গাল দিয়েছেন তাঁরা। এমনকী গোটা শনিবার রাতটা আটকে রাখেন। খবর যায় থানাতেও। কিন্তু মুশকিল হল, বর বা তাঁর পরিবার, কেউ বিয়ের আগে একবারও পাত্রীর বাড়ি যাননি। অথচ তথাকথিত কনে বিয়ের গোছগাছের কথা বলে তাঁদের কাছ থেকে কুড়িহাজার টাকা হাতিয়ে নেয়।
এ ছেলের বৌ ভাগ্য সত্যিই খারাপ। ৪ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল বিহারের সমস্তিপুরে। বিয়ের কয়েক মাস পর বৌ বাপের বাড়ি যায়, আর ফিরে আসেনি। এরপর পাত্রের বাড়ির লোক তাঁর আবার বিয়ে দেওয়ার জন্য পাত্রী দেখতে শুরু করেন। তারপর এই কাণ্ড!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement