এক্সপ্লোর
কেউটের ছানা গিলে ফেলল ১ বছরের শিশু, মায়ের তৎপরতায় বাঁচল প্রাণে
ধর্মপাল বলেন, প্রথমে আমার স্ত্রী সোমবতী বুঝতে পারেননি ছেলের মুখের মধ্যে কেউটের ছানা রয়েছে। বার করে দেখেন সাপ। সঙ্গে সঙ্গেই মেরে ফেলা হয় সাপটিকে।

বরেলি: বাড়ির উঠোনে খেলা করছিল একরত্তি ছেলে। মুখের মধ্যে কী যেন একটা পুরেছে। দেখতে গিয়ে মায়ের চোখ কপালে ওঠার জোগাড়! দেখেন, একটি সাপের বাচ্চার কিয়দংশ গিলে ফেলেছে তাঁর এক বছরের সন্তান। কোনও রকমে ওই অংশটি টেনে বার করে আনেন তিনি। শিশুটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি জেলার ফতেহগঞ্জ এলাকায়। ফতেহগঞ্জ এলাকার ভোলাপুর গ্রামের বাসিন্দা ধর্মপাল পেশায় কৃষক। শনিবার সন্ধ্যায় বাড়ির উঠোনে তাঁর এক বছরের ছেলে দেবেন্দ্র খেলছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেই সময় ধর্মপালের স্ত্রী সোমবতীর সন্দেহ হয়, তাঁর ছেলের মুখে কিছু একটা রয়েছে। দেবেন্দ্রের মুখ খুলে তিনি দেখেন, একটা ছোট্ট সাপের ছানা মুখে পুরে বসে রয়েছে ওই একরত্তিটি। কোনওক্রমে সাপটিকে বার করে দেবেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সে একটি কেউটের ছানা প্রায় গিলে ফেলতে যাচ্ছিল। তাকে সর্পবিষনাশক ইনজেকশন দেওয়া হয়েছে। এখন সে বিপদমুক্ত। চিকিৎসকরা জানিয়েছেন, সঠিক সময় তাকে হাসপাতালে নিয়ে আসায় এ যাত্রা রক্ষা করা গিয়েছে। তবে এখনও হাসপাতালে রাখা হয়েছে তাকে। ধর্মপাল বলেন, প্রথমে আমার স্ত্রী সোমবতী বুঝতে পারেননি ছেলের মুখের মধ্যে কেউটের ছানা রয়েছে। বার করে দেখেন সাপ। সঙ্গে সঙ্গেই মেরে ফেলা হয় সাপটিকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















