Behala : স্বনির্ভর গোষ্ঠীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পর্ণশ্রীতে ধুন্ধুমার !
স্বনির্ভর গোষ্ঠীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে বেহালার বকুলতলায় উত্তেজনা।
হিন্দোল দে, বেহালা : স্বনির্ভর গোষ্ঠীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে বেহালার বকুলতলায় উত্তেজনা ছড়াল। স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা কর্ণধারের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। চলে ভাঙচুরও।
অভিযোগ, স্বেচ্ছাসেবী সংস্থা খুলে স্বনির্ভর গোষ্ঠীর নামে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে প্রায় কোটি টাকা তছরুপ করেন সংস্থার কর্ণধার ববি বন্দ্যোপাধ্যায়। প্রতারণার বিষয়টি জানতে পেরে এদিন ওই মহিলার বাড়ির সামনে বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। এরপর পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন বিক্ষোভকারীরা।
প্রায় ১২০০ মহিলা টাকা জমা করেন বলে জানা গেছে। প্রত্যেক মাসে ওই স্বনির্ভর গোষ্ঠীতে তাঁরা টাকা রাখতেন বলে জানা গেছে। অভিযোগ, দীর্ঘদিন টাকা দেওয়া সত্ত্বেও তাঁদের অ্যাকাউন্টে কোনও টাকাই জমা পড়েনি।
এদিন ওই স্বনির্ভর গোষ্ঠীর অফিসের সামনে ভুক্তভোগী মহিলারা জমায়েত করেন। পুলিশ যাতে কোনও ব্যবস্থা নেয় সেই দাবি জানান তাঁরা। কিন্তু, পুলিশ সঠিক সময়ে আসেনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে উত্তেজনা ছড়ায়। উত্তেজিত হয়ে মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর অফিসে ভাঙচুর চালান। ইট-পাটকেল ছোড়া ও চেয়াল ভাঙচুর করা হয়। শেষমেশ তাঁরা অফিসের ভিতরে ঢোকেন। অভিযুক্ত ববি বন্দ্যোপাধ্যায় প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। পাশেই থাকা তাঁর বাড়িতে চলে ব্যাপক ভাঙচুর। ঘরে ঢুকে তাণ্ডব চালানো হয়। ইট দিয়ে সমানে মহিলাদের দরজায় আঘাট করতে দেখা যায়। পাশাপাশি চেয়ার ও স্কুটারে ভাঙচুর চালানো হয়।
উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছয়। পুলিশ অভিযুক্তকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। যদিও উত্তেজিত মহিলারা অভিযুক্তের শাস্তির দাবি জানান। পাশাপাশি তাঁরা নিজেদের টাকা ফেরতের দাবি জানান।