এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
‘পদ ফিরে পাওয়ার আশ্বাস না পেয়ে কেন দিল্লি যাচ্ছেন?’ প্রশ্ন তুলে বিমানবন্দরে রাহুল সিনহাকে বাধা অনুগামীদের
বিজেপির বিক্ষুব্ধ নেতা রাহুল সিনহাকে দিল্লি যেতে বাধা অনুগামীদের।বিমানবন্দরে রাহুল সিন্হাকে ঘিরে বিক্ষোভ অনুরাগীরাদের। তাঁরা প্রশ্ন তোলেন,‘পদ ফিরে পাওয়ার আশ্বাস না পেয়ে কেন দিল্লি যাচ্ছেন?’এই প্রশ্ন তুলে রাস্তায় শুয়ে বিক্ষোভ রাহুল অনুগামীদের।
কলকাতা: বিজেপির বিক্ষুব্ধ নেতা রাহুল সিনহাকে দিল্লি যেতে বাধা অনুগামীদের।বিমানবন্দরে রাহুল সিন্হাকে ঘিরে বিক্ষোভ অনুরাগীদের। তাঁরা প্রশ্ন তোলেন,‘পদ ফিরে পাওয়ার আশ্বাস না পেয়ে কেন দিল্লি যাচ্ছেন?’এই প্রশ্ন তুলে রাস্তায় শুয়ে বিক্ষোভ রাহুল অনুগামীদের।
সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে পদাধিকারীদের তালিকায় পশ্চিমবঙ্গ থেকে ঠাঁই পেয়েছেন মুকুল রায় সহ দলের তিন নেতা। দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন মুকুল। তাঁকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অনুপম হাজরাকে অন্যতম জাতীয় সম্পাদক করা হয়। রাজ্যে দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা রাহুল সিনহার জায়গায় অনুপমকে কেন্দ্রীয় সম্পাদক করা হয়। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে দলের জাতীয় মুখপাত্র করা হয়।
এদিকে, পদ হারিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাহুল সিনহা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বিবৃতিতে তিনি বলেন, “৪০ বছর বিজেপির সেবা ও দলের একজন সৈনিক হিসেবে কাজ করে এসেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করবার পুরস্কার এটাই যে— তৃণমূল কংগ্রেসের নেতা আসছেন, তাই আমাকে সরতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না। পার্টি যে পুরস্কার দিল সেই পুরস্কারের পক্ষে বিপক্ষে কিছু বলতে চাই না।”
একইসঙ্গে তিনি জানিয়েছেন, 'আমি যা বলার দশ-বারো দিনের মধ্যে বলব এবং আমার ভবিষ্যত্ কর্মপন্থা ঠিক করব।'
রাহুলের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে নানা মহলে নানা গুঞ্জন চলছে। এরই মধ্যে জল্পনা বাড়িয়ে মঙ্গলবার দলের কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমবঙ্গে বিজেপির সহকারি পর্যবেক্ষক শিবপ্রকাশের সঙ্গে বৈঠক করেন রাহুল।এখনও পর্যন্ত কোথাও দলবদলের ইঙ্গিত দেননি তিনি।
এদিন অনুগামীদের বুঝিয়ে দিল্লি গেলেন রাহুল সিন্হা। কিন্তু, সেখানে কি তাঁর ক্ষোভ নিরসন হবে? সেই উত্তর দেবে সময়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement