![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cyclone Fengal Update : শনিবার গভীর নিম্নচাপে পরিণত হলেই শুরু দুর্যোগ-দুর্ভোগ , ঘূর্ণিঝড়ের মুখে তছনছ হতে পারে এই অঞ্চল
West Bengal Weather : শনিবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
![Cyclone Fengal Update : শনিবার গভীর নিম্নচাপে পরিণত হলেই শুরু দুর্যোগ-দুর্ভোগ , ঘূর্ণিঝড়ের মুখে তছনছ হতে পারে এই অঞ্চল Cyclone Fengal Update Effect On Tamil Nadu West Bengal Cyclone Fengal Update : শনিবার গভীর নিম্নচাপে পরিণত হলেই শুরু দুর্যোগ-দুর্ভোগ , ঘূর্ণিঝড়ের মুখে তছনছ হতে পারে এই অঞ্চল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/23/cb2bb5ecdc311395d1e5465ead9e6f7f173233240770153_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : শীতের শুরুতে আবারও একটা দুর্যোগ? ঝড়ের আশঙ্কা তৈতি হয়েছে ফের । বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তা শনিবারই নিম্নচাপে পরিণত হওয়ার কথ। অতি গভীর নিম্নচাপ হলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দফতর। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়।
শীতের আমেজ এখন পুরোদস্তুর বাংলায়। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। মূলত পরিষ্কার আকাশ থাকবে। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ টের পাওয়া। রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া বজায় থাকছে । আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
আজ শনিবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। তাই এবার ঘূর্ণিঝড় হলে তা তার প্রভাব মূলত পড়বে তামিলনাডুর উপকূলগুলিতে।
ইতিমধ্যেই এই বিষয়ে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। রবিবার ও সোমবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতেও মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা দেখে তবে সমুদ্রতটে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গে শনিবার কুয়াশা বেশি থাকবে সকালের দিকে পূর্ব-পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে। রবিবার সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে। সোমবার সকালে মাঝারি কুয়াশা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলাতে। উত্তরে সকালের দিকে কুয়াশার হালকা চাদরে ঢাকা থাকবে দার্জিলিং , জলপাইগুড়ি , কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলা।
আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও নেই। আগামী ৪/৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রী । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯১ শতাংশ।
আরও পড়ুন :
সরছেন, না কি সরতে হচ্ছে? BJP কি সন্ন্যাসের পথে ঠেলে দিচ্ছে দিলীপকে? জল্পনা বাড়ল তাঁরই মন্তব্যে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)