Covid-19 : এই ঢেউ শিশুদের পক্ষে কতটা চিন্তার ? কী বলছেন চিকিৎসক অপূর্ব ঘোষ?
Doctor Apurba Ghosh : চিকিৎসকের অনুরোধ, বাইরে বেরনো বা অনুষ্ঠানবাড়িতে যাওয়া-এগুলি যেন এখন না হয়।
কলকাতা : করোনা সংক্রমণের তীব্রতা আবার নতুন করে একবার বেড়েছে। রাজ্য-সহ গোটা দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে শিশুদের নিয়ে চিন্তা দানা বাঁধছে। যদিও চিকিৎসক অপূর্ব ঘোষ এব্যাপারে অনেকটাই আশ্বস্ত করছেন।
তিনি বলছেন, "শিশুরা এই ঢেউয়ে সাংঘাতিকভাবে আক্রান্ত হচ্ছে। কিন্তু, সৌভাগ্যবশত শিশুদের ক্ষেত্রে বিষয়টি মারাত্মক হচ্ছে না। মাঝেমধ্যে হতে পারে। কিন্তু, বাচ্চাদের মধ্যে গুরুতর সমস্যা দেখা যাচ্ছে না।"
তিনি জানান, " এক্ষেত্রে ওদের খুব বেশি জ্বর হচ্ছে। মাথা ব্য়থা, গলায় ব্যথা হচ্ছে। কিন্তু গন্ধ, স্বাদ চলে যাওয়ার মতো কিছু শিশুদের হচ্ছে না। কিছু কিছু বাচ্চার মনে হচ্ছে ডায়েরিয়া হয়েছে। আপাতত দৃষ্টিতে মনে হবে পেটে বোধহয় সংক্রমণ হয়েছে। কিন্তু, শিশুদের নিয়ে অতটা ভয় পাচ্ছি না। যে ক'টা বাচ্চা দেখেছি, তাদের জনবহুল এলাকায় যাওয়া বা বেড়াতে যাওয়ার হিস্ট্রি দেখছি।
এই পরিস্থিতিতে সকলের কাছে তিনি অনুরোধ জানান, বাইরে বেরনো বা অনুষ্ঠানবাড়িতে যাওয়া-এগুলি যেন এখন না হয়। আবার বলছি, বাচ্চারা আক্রান্ত হচ্ছে। কিন্তু, অতটা গুরুতর কিছু হচ্ছে না।
আরও পড়ুন ; দেশে করোনায় একলাফে প্রায় ৫৭ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত ৩২৫
এদিকে ঝড়ের গতিতে বাড়ছে দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৯০ হাজার ৯২৮। একলাফে প্রায় ৫৭ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে বাড়ল প্রায় ৩৩ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই। গতকাল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭।
তবে গতকালের তুলনায় মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৩৪। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ হাজার ২০৬। এখনও পর্যন্ত করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ০০৯।