India Corona Update: দেশে করোনায় একলাফে প্রায় ৫৭ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত ৩২৫
Coronavirus Cases Today:একলাফে প্রায় ৫৭ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে বাড়ল প্রায় ৩৩ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই।
নয়াদিল্লি:ঝড়ের গতিতে বাড়ছে দেশে করোনাভাইরাস আক্রান্তর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৯০ হাজার ৯২৮। একলাফে প্রায় ৫৭ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে বাড়ল প্রায় ৩৩ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই। গতকাল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭।
তবে গতকালের তুলনায় মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৩৪।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ হাজার ২০৬। এখনও পর্যন্ত করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ০০৯।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫১ লক্ষ ৯ হাজার ২৮৬ জন। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮২ হাজার ৮৭৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে পজিটিভিটি হার ৬.৪৩ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৪০১। এখনও পর্যন্ত দেশজুড়ে করোনা টিকাকরণ অভিযানে ১৪৮.৬৭ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে।
দেশে বৃহস্পতিবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৩০। গত ২৪ ঘণ্টায় ৪৯৫ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৭৯৭ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৬৫।