Howrah: 'তোলা' চাইতে এসে মহিলাদের হাতে প্রহৃত ব্যক্তি, হাওড়ার ঘটনায় চাঞ্চল্য
Howrah News: স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় বাড়ি তৈরির কাজ শুরু হলে রমেশ জয়সওয়াল নামে স্থানীয় এক ব্যক্তি মোটা টাকা দাবি করেন।
সুনীত হালদার, হাওড়া: ‘তোলা’ (extortion) চাইতে এসে মহিলাদের হাতে প্রহৃত হলেন এক ব্যক্তি। শুক্রবার দুপুরে হাওড়ার (Howrah) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
'তোলা' চাইতে এসে গণধোলাই
'তোলা' চাইতে এসে মহিলাদের হাতে গণধোলাইয়ের শিকার এক ব্যক্তি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া থানার অন্তর্গত পি কে বন্দ্যোপাধ্যায় রোডে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় বাড়ি তৈরির কাজ শুরু হলে রমেশ জয়সওয়াল নামে স্থানীয় এক ব্যক্তি মোটা টাকা দাবি করেন। ওই ব্যক্তি নিজেকে আর টি আই অ্যাক্টিভিস্ট (RTI Activist) হিসাবে পরিচয় দিতেন। এমনকী সেই পরিচয়ে প্রোমোটারদের হুমকিও দিতেন ওই ব্যক্তি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিন থেকে চার লক্ষ টাকা দাবি করতেন ওই ব্যক্তি। কখনও নিজে, কখনও আবার লোক পাঠিয়ে বাড়ির মালিকদের থেকে টাকা তুলতেন। আজ দুপুরে ফের ওই এলাকায় ঢুকে বাড়ির মালিকদের থেকে টাকা দাবি করেন অভিযুক্ত। সেই সময়ে মহিলাদের সঙ্গে বচসা শুরু হয় তার। এরপরই তিনি মহিলাদের গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। তাতেই মেজাজ হারান মহিলারা। রেগে গিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করেন। খবর পেয়ে পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। হাওড়া থানার পুলিশ ওই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
'তোলা' না দেওয়ায় প্রহৃত
অন্যদিকে দিন কয়েক আগে 'তোলা' দিতে না চাওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ফলতায়। নার্সারির জমিতে মাটি ফেলার কাজের জন্য ২ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান। টাকা না দেওয়ায় ফলতায় এক ইঞ্জিনিয়ার ও তাঁর স্ত্রীকে, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ভাইরাল ভিডিওতে ধরা পড়ে সেই ভয়ঙ্কর দৃশ্য। তৃণমূলের পঞ্চায়েত প্রধান অবশ্য এই অভিযোগকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন (Engineer Beaten Up)।
দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas News) ফলতার (Falta News) দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। স্থানীয় বাসিন্দা কুন্তল মজুমদার পেশায় ইঞ্জিনিয়ার। সেই সঙ্গে বাড়ির কাছে ৫ বিঘা জমিতে রয়েছে নার্সারি। তাঁর অভিযোগ, গত বছর জমিতে মাটি ফেলার সময় ৫০ হাজার টাকা তোলা চান তৃণমূলের পঞ্চায়েত প্রধান সনাতন প্রামাণিক।