Gold Shop Kolkata: হলমার্ক সমস্যার জেরে বৌবাজারে বন্ধ সোনার দোকান, ধর্মঘট পালনে স্বর্ণ ব্যবসায়ীরা
সমস্যার মুখে পড়তে হচ্ছে গয়নাব্যবসায়ীদের। কেন্দ্রের সঙ্গে আলোচনা করেও মেলেনি সমাধান সূত্র।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: হলমার্কিং প্রক্রিয়া কার্যকর করার পদ্ধতিতে অসুবিধার জন্য সোমবার দেশজুড়ে স্বর্ণ ব্যবসায়ীদের প্রতীকী ধর্মঘট চলছে। এই ধর্মঘটে সামিল হয়েছেন এ রাজ্যের স্বর্ণ ব্যবসায়ীরাও। সপ্তাহের শুরুতেই বৌবাজারে বন্ধ থাকল সোনার দোকান।
স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন,হলমার্কের ক্ষেত্রে কেন্দ্রের তরফে সম্প্রতি বেশ কিছু নিয়ম চালু হয়েছে। তাতে ব্যবহারিক ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে গয়নাব্যবসায়ীদের। কেন্দ্রের সঙ্গে আলোচনা করেও মেলেনি সমাধান সূত্র। এর প্রতিবাদেই দেশে একদিনের প্রতীকী ধর্মঘট করছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
সোমবার বিকেলে সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতার স্বর্ণ ব্যবসায়ী সংগঠন। গয়না ব্যবসায়ীদের একাংশের মত জিএসটি-র মতোই ঠিক ভাবে পরিকাঠামো তৈরি না-করে হলমার্ক ব্যবস্থা চালু করেছে কেন্দ্র। ব্যবসায়ীদের সমস্যার কথা তারা শুনলেও সমাধানের ব্যবস্থা হয়নি।
কেন্দ্র এবং অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের তরফে এর আগে বলা হয়েছিল নতুন ব্যবস্থা নিয়ে অসুবিধার কথা নয়। জিএসটি-এর মতো এই ব্যবস্থা লাগু হলে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে। বিআইএসের গ্যারান্টি থাকায় তা দেশের যে কোনও জায়গায় একই দামে বিক্রি করা যাবে বলেই জানান হয়।
আরও পড়ুন, গলায় কোপ মেরে প্রৌঢ়কে খুন, অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে আগুন লাগাল স্থানীয়রা
উল্লেখ্য, পুরানো নিয়ম অনুযায়ী যে কোনও স্বর্ণব্যবসায়ী একটি গয়না হলেই হলমার্ক করতে পারতেন। কিন্তু নয়া আইনে ন্যূনতম ৬টি গয়না হলে তবেই হলমার্কের অনুমোদন পাওয়া যাবে বলে জানান হয়। স্বর্ণ ব্যবসায়ীদের মত এর ফলে ছোট ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়তে পারে। দুর্ভোগ বাড়বে ক্রেতাদেরও।
কলকাতায় আজ সোনার দাম পাকা সোনা (২৪ ক্যারট)- ৪৮০০০ টাকা প্রতি ১০ গ্রাম, গহনার সোনা (২২ ক্যারট)- প্রতি ১০ গ্রামের দাম ৪৫৫৫০ টাকা আর হলমার্ক সোনার দাম ৪৬২৫০ টাকা। রবিবারে ও যা দাম ছিল সেই দামই অপরিবর্তিত রয়েছে সপ্তাহের শুরুতেও।