Kolkata Municipal Election: তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, ৯৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী ক্ষিতি কন্যা বসুন্ধরা
Kolkata Municipal Election 2021: কীভাবে সম্ভব হল? বসুন্ধরা (Basundhara Goswami) জানিয়েছেন, “গতকাল ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আশ্বাস দিয়েছেন দল সবরকম ভাবে পাশে আছে।’’
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বাবা ছিলেন বাম নেতা। দীর্ঘদিনের মন্ত্রী। আর তাঁর মেয়ের নাম এবার কলকাতা পুরসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তালিকায়। তিনি ক্ষিতি গোস্বামীর (Khiti Goswami) মেয়ে বসুন্ধরা গোস্বামী (Basundhara Goswami)।
কীভাবে সম্ভব হল? বসুন্ধরা জানিয়েছেন, “গতকাল ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আশ্বাস দিয়েছেন দল সবরকম ভাবে পাশে আছে।’’ “দিদি ডাকলেন আমায়, বাবার সঙ্গে যারা ছিলেন তারা কখনও সেভাবে দেখেননি আর কী। এত কাছে ছিলাম যে দেখতে পাননি। নৈকট্যের অন্ধত্ব যাকে বলে,’’ বললেন বসুন্ধরা গোস্বামী। প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে এবারে ৯৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী।
২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর বসুন্ধরার মা মহিলা কমিশনের চেয়ারপার্সন হয়েছিলেন। তখন থেকেই মনোভাব বদলের শুরু? তৃণমূল প্রার্থী জানালেন, "মায়ের সঙ্গে তারও বছর ২০ আগে থেকে আরএসরপি-র সম্পর্ক ছিল না। তখন কেউ খোঁজও রাখতেন না। সাসপেন্ড করা হয়েছিল। সেটা তোলা হয়নি।'' বামেদের ভবিষ্যত প্রসঙ্গে বসুন্ধরার মত, “ যতক্ষণ পর্যন্ত না আসল শত্রুকে চিনবে, বিজেপিকে হটাতে তৃণমূলের হাত ধরবে ততক্ষণ পর্যন্ত কেন মানুষ ওদের বিশ্বাস করবে?’’
কলকাতা পুরভোটে Kolkata Municipal Election) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় চমক। টিকিট পেলেন হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদের আত্মীয়রা। কারও ভ্রাতৃবধূ, কারও বোন, কারও ছেলে, কারও বা স্ত্রী। কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থীতালিকায় জায়গা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বোন তনিমা চট্টোপাধ্যায়কে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের প্রার্থী হলেন মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ বসু এবং তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা। তৃণমূলের প্রার্থীতালিকা থেকে বাদ পড়েছেন বিদায়ী কাউন্সিলর এবং রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তবে তাঁর স্ত্রী কাকলি সেনকে তৃণমূল প্রার্থী করেছে।