Exit Poll 2024:বঙ্গে কি এবার গেরুয়া ঝড়? সার্বিক ভাবে কী ইঙ্গিত এক্সিট পোলে?
Poll Of Polls 2024:এক্সিট পোল' বা বুথফেরত সমীক্ষাগুলির সার্বিকভাবে যা ইঙ্গিত, তা সত্যি হলে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের বেশিরভাগেই এবার পদ্ম ফোটার জোরালো সম্ভাবনা থাকছে।
কলকাতা: সবুজ আবির নাকি গেরুয়া ঝড়? আগামী ৪ জুন কীসের দাপট দেখবে পশ্চিমবঙ্গ? 'এক্সিট পোল' বা বুথফেরত সমীক্ষাগুলির সার্বিকভাবে যা ইঙ্গিত, তা সত্যি হলে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের বেশিরভাগেই এবার পদ্ম ফোটার জোরালো সম্ভাবনা থাকছে। তবে একথাও ঠিক যে, এই ধরনের সমীক্ষার ফলাফল সব সময় মেলে না। কখনও দেখা যায়, সমীক্ষার ফলাফল থেকে বাস্তবের ছবিটা একেবারে আলাদা । তবে বুথফেরত সমীক্ষা থেকে সম্ভাব্য ফলাফলের একটি আঁচ পাওয়ার চেষ্টা করেন বিশেষজ্ঞরা।
বিশদ
লোকসভার আসন সংখ্য়ার নিরিখে দেশের মধ্য়ে, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের পরই পশ্চিমবঙ্গের স্থান। সে দিক থেকে দেখলে, এই রাজ্যের ফলাফলের উপর স্বাভাবিক ভাবে কড়া নজর থাকবে সংশ্লিষ্ট সব মহলের। গত বার অর্থাৎ ২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফলে দেখা যায়,
দল/জোটের নাম | প্রাপ্ত আসনসংখ্যা |
তৃণমূল | ২২ |
বিজেপি | ১৮ |
কংগ্রেস | ২ |
এবার এই রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে কে কটি পেল, তা জানা যাবে মঙ্গলবার। তবে, তার আগে বুথফেরত সমীক্ষাগুলি কী বলছে দেখা যাক।
সি ভোটার....
দল/জোটের নাম | সম্ভাব্য আসনসংখ্যা | সম্ভাব্য ভোটের হার (%) |
তৃণমূল | ১৩-১৭ | ৪১.৫ |
বিজেপি | ২৩-২৭ | ৪২.৫ |
বাম-কংগ্রেস | ১-৩ | ১৩.২ |
অন্যান্য | ২.৮ |
প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে তৃণমূল-বিজেপির ফারাক ১ শতাংশের হলেও সি ভোটারের সমীক্ষা সঠিক হলে, আসনসংখ্যায় তৃণমূলকে বড় টেক্কা দিতে পারে বিজেপি।
পিপলস ইনসাইট, পোলস্ট্র্যাট...
পিপলস ইনসাইট, পোলস্ট্র্যাট একেবারে প্রথমে বুথফেরত সমীক্ষার যে ফলাফল প্রকাশ করেছিল, তাতে দেখা যায়, আসনসংখ্যায় সম্ভাব্য জয়ের নিরিখে এগিয়ে রয়েছে তৃণমূল। পরে অবশ্য় তারা সংশোধিত ফলাফল প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে, বাকি সমীক্ষাগুলির সঙ্গে সঙ্গতি রেখেই এগিয়ে রয়েছে বিজেপি।
দল/জোটের নাম | সমীক্ষায় প্রাথমিক যে ইঙ্গিত |
সংশোধিত সমীক্ষাফল |
তৃণমূল | ২৪ | ২০ |
বিজেপি | ১৭ | ২১ |
কংগ্রেস | ১ | ১ |
বাকি বুথফেরত সমীক্ষার ফলাফল....
অ্য়াক্সিস মাই ইন্ডিয়া
দল/জোটের নাম | সম্ভাব্য আসনসংখ্যা |
তৃণমূল | ১১-১৪ |
বিজেপি | ২৬-৩১ |
'ইন্ডিয়া' | ২ |
অর্থাৎ এই বুথফেরত সমীক্ষাতেও এগিয়ে বিজেপি।
CNX
দল/জোটের নাম | সম্ভাব্য আসনসংখ্যা |
তৃণমূল | ১৪-১৮ |
বিজেপি | ২২-২৬ |
কংগ্রেস | ১-২ |
'জন কি বাত'...
দল/জোটের নাম | সম্ভাব্য আসনসংখ্যা |
তৃণমূল | ১৬-১৮ |
বিজেপি | ২১-২৬ |
কংগ্রেস | ২ |
PMARQ
দল/জোটের নাম | সম্ভাব্য আসনসংখ্যা |
তৃণমূল | ২০ |
বিজেপি | ২২ |
MATRIZE
দল/জোটের নাম | সম্ভাব্য আসনসংখ্যা |
তৃণমূল | ১৬-২০ |
বিজেপি | ২১-২৫ |
কংগ্রেস | ১ |
TODAY'S CHANAKYA
দল/জোটের নাম | সম্ভাব্য আসনসংখ্যা |
তৃণমূল | ১৭ |
বিজেপি | ২৪ |
কংগ্রেস | ১ |
এই সমীক্ষায় ৫টি আসন কম-বেশি হতে পারে বলে জানানো হয়েছে।
সার্বিক ইঙ্গিত...
সবকটি বুথফেরত সমীক্ষায় বিজেপি-ঝড়ের ইঙ্গিত স্পষ্ট। বস্তুত, ২০১৯ সালের লোকসভা ভোটেও ১৮টি আসন জিতে চমক দিয়েছিল গেরুয়া শিবির। এবার কি আরও বড় কোনও চমক দেবে তারা নাকি বিধানসভা ভোটের মতো সবুজ-আবির উড়বে? জানতে আর দুদিন অপেক্ষা।
আরও পড়ুন:অরুণাচলে গেরুয়া ঝড়, রাজ্যের ক্ষমতায় ফিরছে BJP-ই? ক্রান্তিকারি মোর্চা ফিরছে সিকিমে?