এক্সপ্লোর
Advertisement
বাড়িতে পিকের টিম, 'ভোটে দাঁড়াব না, দলের নেতারা এলে ভাল হত', অনড় তৃণমূল বিধায়ক শীলভদ্র
ক্ষোভ মেটাতে উদ্যোগ। শুভেন্দু অধিকারীর পর এবার শীলভদ্র দত্তর বাড়িতে পিকের টিমের ২ সদস্য। তাঁদের সঙ্গে আলোচনার পর ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক জানিয়েছেন, পিকের টিমের সদস্যদের বদলে দলের কেউ এলে ভাল হত। ভোটে না লড়ার সিদ্ধান্তে তিনি এখনও অনড় বলে জানিয়েছেন শীলভদ্র দত্ত।
কলকাতা: ক্ষোভ মেটাতে উদ্যোগ। শুভেন্দু অধিকারীর পর এবার শীলভদ্র দত্তর বাড়িতে পিকের টিমের ২ সদস্য। তাঁদের সঙ্গে আলোচনার পর ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক জানিয়েছেন, পিকের টিমের সদস্যদের বদলে দলের কেউ এলে ভাল হত। ভোটে না লড়ার সিদ্ধান্তে তিনি এখনও অনড় বলে জানিয়েছেন শীলভদ্র দত্ত।
উল্লেখ্য, প্রশান্ত কিশোরের দলের হাতে দলের পরিচালনার ভার তুলে দেওয়ার ব্যাপারে তৃণমূলের বেশ কয়েকজন নেতা-বিধায়কের গলায় অসন্তোষের সুর শোনা গিয়েছে। কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন।
শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা চলছে। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও বিধায়ক হিসেবে ইস্তফা দেননি। মন্ত্রীপদে শুভেন্দুর ইস্তফার আগে প্রশান্ত কিশোর তাঁর কাঁথির বাড়িতে গিয়েছিলেন। তবে সেই সময় শুভেন্দু বাড়িতে ছিলেন না। তাঁর বাবা শিশির অধিকারীর সঙ্গে কথা হয় প্রশান্তের।
এবার ব্যারাকপুরের দুবারের বিধায়কও বেসুরো গাইলেন। সাম্প্রতিক অতীতে দল নিয়ে অসন্তোষ একাধিকবার প্রকাশ করেছেন। আগামী বিধানসভায় তিনি আর লড়বেন না, এমন কথা বলতেও তাঁকে আগেই শোনা গিয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement